Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৫৩, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৩, ২২ নভেম্বর ২০২১

আহত অজগরটিকে সুস্থ করে অবমুক্ত করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অজগর সাপটির জীবন-মৃত্যুর লড়াই করে সুস্থ করে তুলেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত অজগর সাপটিকে চার দিন পরিচর্যা করে সুস্থ করছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হয়। 

সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, এফ জি সদস্যগন আর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন আইনিউজকে বলেন, সাপটি মারাত্মকভাবে আহত হয়েছে, তাঁকে একটি খাচায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিলো। নড়াচড়া করলে আরও জখম বাড়তে পারে বলেই তাঁকে খাচায় রাখা হয়েছিল। চারদিন পরিচর্যা করে সুস্থ করা হয়েছে। আজ লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের ইছুবপুর ঢাকা-সিলেট আঞ্চলিক সড়ক থেকে উদ্ধার করা হয়। সাপটি মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি উদ্ধার করেন।

সাপটির আনুমানিক দৈর্ঘ্য আনুমানিক ১০-১২ ফুট, ওজন প্রায় ২০ কেজি।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

আইনিউজে প্রাণ-প্রকৃতির ভিডিও

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ

ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়