Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:১১, ২৭ নভেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে বিরল নীলগাই উদ্ধার, বিজিবি ক্যাম্পে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী মিনাপুর গ্রামে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় ধূসর রঙের ১টি পুরুষ নীলগাই আটক করেছে হরিপুর থানার পুলিশ ও স্থানীয়রা। তবে আটকের পরে স্থানীয় বিজিবি ক্যাম্পে মারা গেছে নীলগাইটি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মিনাপুর গ্রামের পথচারীরা এটি দেখতে পায়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকশ টিম ও স্থানীয় লোকজন মিলে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে গাইটিকে ধরতে করতে সক্ষম হয়। স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরো পুলিশ নীলগাইটিকে বিজিবির নিকট হস্তান্তর করেন।

মিনাপুর এলাকার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে সন্ধ্যায় কারিগাও ক‍্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়।

হরিপুর থানার এসআই জলিলুর রহমান জানান, ধরার সময় বেশি পরিমাণ জখম হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হয়তো নীলগাইটি মারা গেছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত‍্যতা স্বীকার করে বলেন, উদ্ধারের সাথে সাথেই উপস্থিত কারিগাও বিজিবি’র নিকট নীলগাইটি হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

আইনিউজে প্রাণ-প্রকৃতির ভিডিও

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ

ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়