Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

সাজু মারছিয়াং, লাউয়াছড়া জোন

প্রকাশিত: ১৯:৫১, ২৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ২০:২৮, ২৪ ডিসেম্বর ২০২১

সাপ্তাহিক ছুটির দিনে লাউয়াছড়ায় পর্যটকদের ভিড়

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়ায় তোলা ছবি। ক্লিক- সাজু মারছিয়াং

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে লাউয়াছড়ায় তোলা ছবি। ক্লিক- সাজু মারছিয়াং

স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের উপচেপড়া ভিড়। তবে এই তিনদিনের ভিড় কাটিয়েও পর্যটক ছাড়ছে না লাউয়াছড়া। শুক্রবার (২৪ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা গেছে পর্যটকদের ভিড়।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে আসা পর্যটকের উপচে পড়া ভিড় ছিল লাউয়াছড়ায়। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টিকেট কাউন্টারের হিসাব অনুযায়ী ১ হাজার পর্যটক প্রবেশ করেছেন এ উদ্যানে।

তবে লোকসমাগম বেশি হওয়ায় এবং পর্যটকদের হই-হুল্লোরের কারণে অনেকেই কোনোও বন্যপ্রাণী দেখার সুযোগ পাননি, বন্যপ্রাণীরাও আছে আতংকের মাঝে।

টিকেট কাউন্টার সূত্রে জানা যায়, শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মোট পর্যটক ছিলেন ১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে প্রাপ্ত বয়স্ক ১ হাজার ২৩১ জন, ছাত্র- ২২২ জন। মোট ৬৮ হাজার ৮৯১ টাকা রাজস্ব আদায় হয়েছে।

পর্যটকদের ভিড়। ছবি- সাজু মারছিয়াং

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসেছেন ১৮৪৭ জন পর্যটক। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্ত ২৯৮ জন পর্যটক এসেছেন। এর মাঝে বিদেশী পর্যটক ছিলেন ৮ জন। এসব পর্যটকের প্রবেশ মূল্য ও গাড়ি পার্কিং থেকে ১৬ ডিসেম্বর ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

আইনিউজে প্রাণ-প্রকৃতির ভিডিও

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ

ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়