আইনিউজ ডেস্ক
আপডেট: ১৫:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২২
সুন্দরবনে বাঘ-মানুষের লড়াই
বাঘ। ফাইল ছবি
সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিন জেলে। খালের মধ্যে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করেন তারা। এরমধ্যে হঠাৎ বন থেকে বের হয়ে হামলা করে বসে বাঘ। শুরু হয় বাঘ ও মানুষের যুদ্ধ।
তিন জেলের লড়াই প্রাণে বাঁচতে। আর ক্ষিপ্ত বাঘ লড়াই করছে শিকার ধরতে। কিংবা বন উজাড় করে দেওয়া মানুষের ওপর প্রতিশোধ নিতে।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ ফেব্রয়ারি) সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে। এসময় বাঘের আক্রমণে আহত হন এক জেলে। তার নাম আবু হায়াত ঢালী (৪৮)। অপর দুই জেলের নাম- বাবলু সানা ও নুর ইসলাম গাজী।
আরও পড়ুন- শ্রীমঙ্গলে আহত অবস্থায় লক্ষ্মীপেঁচা উদ্ধার
বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করি। হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলা করে বাঘ।
তিনি আরও বলেন, আমরা দুইজন গাছে আঘাত করে শব্দ করতে থাকি। কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভেতর চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা হই। বাড়িতে ফিরেছি রাত ২টার দিকে। সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও মাথার তিনটি স্থানে আঘাত লেগেছে। এ যাত্রায় বেঁচে ফিরেছি আমরা।
আরও পড়ুন- অভিযানে গেলেই বনের পাখি হয়ে যায় হাঁস কোয়েল
এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার মেডিকেল রাজু ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। সত্যতা ও বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।
আইনিউজ/এইচকে/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে