বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ০০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে হাতি শাবককে নির্যাতন, ওসি ও বন কর্মকর্তাকে আদালতের নোটিশ
মৌলভীবাজারে হাতির বাচ্চাকে পোষ মানাতে নির্যাতনের ছবি ও মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালত (ডানে)
মৌলভীবাজারের জুড়ি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাইতল এলাকায় হাতি শাবককে ওপর শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। ইউটিউবে এর ভিডিও মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টিগোচর হওয়ায় সংশ্লিষ্ট বিভাগকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক মুহম্মদ আলী আহসান বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী হাতির প্রতি নিষ্ঠুর নির্যাতন নিরসনে আদালত জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নিষ্ক্রিয়তা বেআইনি গণ্যে কেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে আগামী ১৫ মার্চের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়। উল্লেখিত তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব দাখিলের জন্য ধার্য করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় হাতি শাবকের নির্যাতনের বিষয়টি ব্যাপক আলোচিত হয়।
দেখুন ভিডিও -
জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইতল খোলা মাঠে চলে হাতি শাবকের প্রশিক্ষণ। স্থানীয়ভাবে এই প্রশিক্ষণের নাম ‘হাদানি’। নির্মম প্রশিক্ষণ পদ্ধতি হাতি পালকদের কাছে অত্যন্ত স্বাভাবিক বিষয়। এটি প্রাচীন পদ্ধতিতে বন্য হাতিকে পোষ মানানোর বিশেষ এক কৌশল।
চার বছর বয়সের হাতি শাবক, নাম টাইগার। যে বয়সে মায়ের সাথে ঘুরে বেড়ানোর কথা সে বয়সে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়। হাতির বাচ্চাকে পোষ মানাতে শুরু হয়ে তিনমাসব্যাপী প্রশিক্ষণ। নানা কলাকৌশল শেখাতে শাবকটির ওপর চলে অমানবিক শারীরিক নির্যাতন। বশ্যতায় না আসা পর্যন্ত অন্তত তিনমাস এভাবেই চার পায়ে বেঁধে খুঁটিতে টানা দিয়ে রাখা হবে।
তবে পরিবেশকর্মীরা বলছেন, হাতি প্রশিক্ষণের এমন কৌশল অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিপরীত।
প্রশিক্ষণ সময়ে শারীরিক কসরত, গাছ টানানোসহ মানুষের সাথে সখ্যতা গড়তে দেয়া হবে নানান তালিম। তবে এই প্রশিক্ষণ পদ্ধতি সহজ নয়। যা হাতি শাবকের জন্য কঠিন ও কষ্টদায়ক।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডি
আইনিউজ ভিডিও
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে