নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৮, ১ মার্চ ২০২২
শ্রীমঙ্গলে দুই ঘণ্টার অভিযানে দাঁড়াশ সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে একটি দাঁড়াশ সাপ উদ্ধার হয়েছে। শহরের একটি দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়। এ সাপের দৈর্ঘ্য প্রায় পাঁচ ফিট। দোকানের লোহার গ্রিল কেটে সাপটি উদ্ধার করা হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল হবিগঞ্জ রোডের ফাতেমা অটো পার্টসের দোকান থেকে সাপটি উদ্ধার করেন।
সজল দেব জানান, দোকান মালিক মিফতা গত শুক্রবারে দোকানে সাপটি দেখতে পান। দোকানের ভিতর অনেক স্থানে খোঁজাখুজিঁ করে না পেয়ে আতঙ্কে ছিলেন। আজ দুপুরের আবারও সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে দেখেন সাপটি দোকানের ভিতরে লোহার গ্রিলের ভেতরে অবস্থান করছে। পরে গ্রিল কেটে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।
স্বপন দেব সজল আই নিউজকে বলেন- দুপুরে জানতে পারি দোকানে সাপ আটক রয়েছে। গিয়ে দেখি দাঁড়াশ সাপ। সাপটি দোকানের ভেতরে লোহার গ্রিলে অবস্থান করছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসি। এটি লম্বায় প্রায় পাঁচ ফিট।
এখন আর মানুষ সাপ মারে না
আরও পড়ুন- ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে
স্বপন দেব সজল বলেন, এই অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে। এখন মানুষ আর সাপ মারে না। সাপ সহ বন্যপ্রাণী দেখলেই খবর দেয়। এই সপ্তাহেও খবর পেয়ে কয়েকটি বন্যপ্রাণী উদ্ধার করেছি।
লাউয়াছড়ায় অবমুক্ত দাঁড়াশ সাপ
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উদ্ধার করা দাঁড়াশ সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুজ্জামান ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব উপস্থিত ছিলেন।
দাঁড়াশ সাপ
দাঁড়াশ সাপ (Rat snake), বৈজ্ঞানিক নাম Ptyas mucosa Colubridae, এটি Coluber mucosus গোত্রের বিষহীন সাপ। এই সাপকে অনেকে দারাজ বা ধারাজ নামেও উল্লেখ করা করে থাকেন। সিলেটিরা বলেন ‘দাড়াইশ সাপ’। সাপ বিশেষজ্ঞ আলী রেজা খান-এর মতে এরা লম্বায় সাধারণত ছয় থেকে ১০ ফিট লম্বা হয়ে থাকে। দেহের রঙ হালকা বাদামি বা হলুদ বাদামি কিংবা জলপাই বাদামি হয়ে থাকে।
দাঁড়াশ সাপ সাধারণত ইঁদুর, ছুঁচো, ব্যাঙ ইত্যাদি খেয়ে জীবনধারণ করে। শিকার ধরামাত্রই গিলতে শুরু করে। এরা গাছ বেয়ে উঠতে দক্ষ, সাঁতার কাটতে, ডুব দিয়ে থাকতে এবং দ্রুত ছুটতে পারে।
কৃষকের বন্ধু দাঁড়াশ সাপ নির্বিষ এ সাপটি ফসলের ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আড়ালে থেকে কৃষকের বন্ধু হিসেবেও কাজ করে এটি। কিন্তু অজ্ঞতা আর কুসংস্কারের কারণে প্রতিনিয়ত মানুষের হাতে প্রাণ দিতে হয় এদের। মানুষ না জেনেই একে বিষাক্ত ভেবে হত্যা করে। এরা কৃষি জমিতে থাকতে পছন্দ করে এবং যে জমিতে থাকে তার আশপাশে প্রায় ৩ একর এলাকায় ইঁদুর শিকার করে।
আরও পড়ুন- কমলগঞ্জের চা বাগান থেকে বিপন্ন প্রাণী বনরুই উদ্ধার
দাঁড়াশ সাপকে রক্ষা করতে পারলে বাঁচবে হাজার কোটি টাকার ফসল
কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ধান ও গমের। কিন্তু ইঁদুর নিয়ন্ত্রণের জন্য দাঁড়াশ সাপটি যেহেতু প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই এই সাপকে রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসলের পাশাপাশি ইঁদুর নিধনের খরচও বাঁচানো সম্ভব।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ অনুযায়ী সাপটি সংরক্ষিত।তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে