কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:২৯, ৩ মার্চ ২০২২
কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করেছে বনবিভাগ। গত বুধবার (২ মার্চ) সন্ধায় কচ্ছপগুলোকে উপজেলার স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়।
এর আগে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে কিছু চা শ্রমিক প্রতিদিনের মতো জলাশয় থেকে কেচু শিকার করতে যায়। তখন তাদের কাছে এই ছোট দুইটি কেচু ধরা পরে। তখন তারা তাদের বাড়িতে নিয়ে আসে। পরিবারের অন্য সদস্যদের রান্না করে দেওয়ার জন্যও বলে। কিন্তু পাশের বাড়ির একজন শ্রমিকের মাধ্যমে খবর পান বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি (চয়ন) ও সহকারী গবেষক চঞ্চল গোয়ালা। তখন তারা কৌশলে সেই বাড়িতে গিয়ে অক্ষত অবস্থায় দুইটি কচ্ছপ উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগীতায় কমলগঞ্জের স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়।
এসময় স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম ও খোকন থৌনাউজম উপস্থিত ছিলেন।
জানা যায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, সুন্ধি কচ্ছপ বা চিতি কচ্ছপের ইংরেজি নাম Indian flapshell turtle। বৈজ্ঞানিক নাম Lissemzs punctate, যা কচ্ছপের একটি প্রজাতি। এটি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড এবং বাংলাদেশে পাওয়া যায়।
আরও পড়ুন-সর্বভূক ও সর্বনাশী মানুষের দেশে বিশ্ব বন্যপ্রাণী দিবস
স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজি (চয়ন) ও সহকারী গবেষক চঞ্চল গোয়ালাকে ধন্যবাদ দিতে হয়, কেননা তাদের সহযোগিতায় এই ২টি কচ্ছপ প্রাণ ফিরে পেয়েছে। তবে যারা কচ্ছপ আটক করেছিল তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর যে আইন করা হয়েছে সে সম্পর্কে তাদের তেমন ধারণা নাই।
যেভাবে প্রচার হচ্ছে আরো একটু বড় আকারে গ্রাম গঞ্জে প্রচার করলে বন্য প্রানী আটকের সম্পর্কে কিছুটা ধারনা পাবে। তবে যারা আটক করেছিল তারা খুব সহজ সরল। বলার সাথেই তারা কচ্ছপ বের করে দিয়েছে। পরবর্তীতে তারা এভাবে বাড়িতে ধরে আনবে না বলে বন বিভাগকে জানিয়েছে।
আরও পড়ুন- লাঠিটিলা’য় সাফারি পার্ক নির্মাণে সমৃদ্ধবন ধ্বংস হবে
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম কচ্ছপ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে