Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২৮ মে ২০২২

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেজে নাম লেখালো পেবলস

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পেবলস নামে একটি টয় ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০০ সালের ২৮ মার্চ এ জন্মগ্রহণ করা পেবলস এ মাসে গিনেজ রেকর্ডসে নাম লিখিয়েছে।

২২ বছর বয়সী পেবলস ফ্লোরিডার ২১ বছর বয়সী চিহুয়াহুয়া টোবিকিথকে হারিয়ে এই রেকর্ড অর্জন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ববি এবং জুলি গ্রেগরি যখন এক সংবাদে টবিকিথের ছবি দেখেন তখন বুঝতে পারেন তাদের কুকুরটির বয়স আরও বেশি।

জুলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, “যখন আমি টোবিকিথের গল্প খবরে দেখি তখনই আমি পেবলসের জন্য আবেদন করি।”

এই দম্পতি ২০০০ সালে যখন একটি বড় জাতের কুকুর খুঁজছিলেন তখন বড় কুকুরের পরিবর্তে পেবলস জুড়ে এসেছিল তাদের কাছে।

জানা গেছে, পেবলস শান্ত-শিষ্ট হলেও ঘুম থেকে কেউ তাকে জাগিয়ে দিলে বিরক্ত হয়ে যায়। দেশীয় সঙ্গীত শুনতে কিংবা আলিঙ্গন করা এবং ঘুমাতে পছন্দ করে পেবলস।

জুলি জানান, পেবলসের দুই প্রিয় কান্ট্রি গায়ক হলেন কনওয়ে টুইটি এবং ডোয়াইট ইয়োকাম।

সদ্য ২২তম জন্মদিন পালন করা পেবলসের বয়স এখন ২২ বছর দুই মাস। ২২তম জন্মদিন পেবলস “বাবল বাথ” এবং মাংসের তৈরি খাবার খেয়ে কাটিয়েছে বলে জুলি জানান।

আইনিউজ/এসডি

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

আলী আমজাদে রিইউনিয়ন

 

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়