Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

সাজু মারছিয়াং, কমলগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ জুলাই ২০২২
আপডেট: ১৮:৪৮, ১৭ জুলাই ২০২২

রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো

ছবি তুলেছেন আইনিউজের আলোকচিত্রী খোকন থানৌজাম

ছবি তুলেছেন আইনিউজের আলোকচিত্রী খোকন থানৌজাম

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে সেবায় সুস্থ হয়ে উঠা এ দুটি লজ্জাবতি বানরকে শনিবার (১৬ জুলাই) সকালে বনে অবমুক্ত করে দেয়া হয়েছে।

মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে প্রাণী দুটি অবমুক্ত করেন।

এ সময় তিনি জানান, বানর দুটির একটি শ্রীমঙ্গলের জেরিন চা বাগান থেকে এবং অন্যটি জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল।

গত ১৫ দিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে মোট ছয়টি লজ্জাবতী বানর (স্লো লরিজ) উদ্ধার করা হয়। পরে তাদের রেসকিউ সেন্টারে সেবাযত্ন করা হয়। দুটি বানর সুস্থ হয়ে উঠায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারটির সেবা চলছে।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন করা হলেও এখানে কোনো অ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক নেই। এই অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা-যত্ন করা হয়েছে। পরে ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করা হয়েছে।

প্রাণী দুটি অবমুক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (SEW) এর সদস্য খোকন থৌনাজাম সোহেল শ্যাম উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়