হেলাল আহমেদ
আপডেট: ১৯:১৫, ২৪ জুলাই ২০২২
টর্নেডো: কি, কেন কীভাবে?
হাকালুকি হাওরের চাতলার পাড় অংশে প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিলো এ টর্নেডো
সম্প্রতি মৌলভীবাজারের হাকালুকি হাওরে সৃষ্ট টর্নেডোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে হাওরের পানি আশ্চর্যজনকভাবে আকাশে উঠতে দেখা যায়। মাত্র ২০ সেকেন্ডের ওই ভিডিওটি নিয়ে হইচই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার পাড় এলাকায় এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান এলাকাবাসী। সৃষ্ট টর্নেডোতে হাকালুকির পানি জোয়ারের ন্যায় টেনে আকাশে তুলে নেয়। আকাশ কালচে বর্ণ ধারণ করে বিজলী চমকে গর্জন করতে থাকে। জল আর আকাশে পানির পিলারের তৈরি হওয়া স্তম্ভ দেখতে হাকালুকির তীরবর্তী লোকজন কৌতুহল ভরে দেখতে থাকেন।
দীর্ঘদিন থেকে ভয়াবহ বন্যায় সৃষ্ট জলাবদ্ধতার দুর্ভোগে থাকা হাকালুকি হাওর তীরের বাসিন্দারা এই টর্নেডো দেখে বলছেন, জলাবদ্ধতা নিরসনে এটা আল্লাহর কুদরত ও রহমত। টর্নেডোর পর ওই এলাকায় অনেক পানি কমেছে। তবে টর্নেডোর এমন দৃশ্য দেখার পর বিজ্ঞান সমেত বক্তব্যও খোঁজছেন অনেকে।
টর্নেডো কি?
বিশ্বে সবথেকে বেশি টর্নেডো প্রবণ দেশ হলো যুক্তরাষ্ট্রে। মজার ব্যাপার হলো টর্নেডো ব্যাপারটিকে অনেকেই কুদরতি কারিশমা বা অলৌকিক কাণ্ড ভেবে আসলেও মূলত আশ্চর্যজনক এই ঘটনার পেছনে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ। এ ধরনের ঘটনা মাঝেমাঝেই প্রকৃতিতে আবির্ভূত হয় বিধায় অনেকেই এ ঘটনাকে অতিপ্রাকৃতিক ভেবে ভুল করে থাকেন।
টর্নেডো হল মেঘ এবং পৃথিবীপৃষ্ঠের সাথে সংযুক্ত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড়। টর্নেডোর আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটি ঘনীভূত ফানেলের আকারে প্রত্যক্ষ্য হয়। এ ফানেলের একটি অংশ থাকে ভূ-পৃষ্ঠের দিকে অন্য অংশটি আকাশের দিকে থাকে। এটি প্রায়শই বজ্রমেঘ দ্বারা ঘিরে থাকে এবং ফানেলের ভেতরকার তীব্র বাতাসের টানে সবকিছুকে উপরের দিকে নিয়ে যেতে চায়।
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেল পররাষ্ট্র মন্ত্রণালয়
- সবচেয়ে কঠিন ও দ্বিতীয় সর্বোচ্চ কে-টু চূড়ায় প্রথম বাংলাদেশি পদচিহ্ন
এটি একটি দৃশ্যমান ঘনীভূত ফানেল যেটি শক্তিশালী বাতাস দ্বারা পৃষ্ঠের সাথে সম্পৃক্ত নয়। সব ফানেলাকৃতির মেঘই টর্নেডোতে পরিণত হয় না। তবে অনেক টর্নেডোই শুরুতে ফানেলাকৃতির মেঘ হিসাবে থাকে। অধিকাংশ টর্নেডোই ফানেল হিসেবে দৃশ্যমান থাকা অবস্থায় ভূপৃষ্ঠে শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টি করে, ফলে ফানেলাকৃতির মেঘ এবং টর্নেডোর মধ্যে পার্থক্য করা দুরূহ হয়ে পড়ে।
টর্নেডো দেখতে কেমন হয়?
টর্নেডো পারিপার্শ্বিক পরিবেশের ভিত্তিতে বিভিন্ন বর্ণের দেখায়। শুষ্ক পরিবশে এগুলো প্রায় অদৃশ্য থাকে, কেবলমাত্র ফানেল যেখানে গঠিত হয় সেখানে ঘূর্ণনরত বর্জ্য দেখে চিহ্নিত করা যায়। যে ঘনীভূত ফানেলে কোন বর্জ্য থাকে না বা কিঞ্চিৎ থাকে, সেগুলো ধূসর থেকে সাদা বর্ণের হয়। জলস্তম্ভ হিসেবে যখন এগুলো পানির উপর দিয়ে যায়, তখন সাদা এমনকি নীল বর্ণ ধারণ করে। যেসব ফানেল শ্লথ গতির হয়, সেগুলো অনেক বর্জ্য, ধূলাবালি টেনে নেয়; এগুলো সাধারণত গাঢ় বর্ণের, বর্জ্যের রং ধারণ করে। গ্রেট প্লেইনসের টর্নেডোগুলি ভূমির লাল বর্ণের জন্য লাল রঙ্গের হয় এবং পাহাড়ী এলাকার টর্নেডোগুলো অনেক সময় তুষার-আবৃত এলাকা পার হয়ে উজ্জ্বল সাদা বর্ণ ধারণ করে।
টর্নেডোর বাহ্যিক রূপের জন্য আলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টর্নেডো দেখার সময় যদি সূর্য এর পেছনে থাকে তবে টর্নেডো কালো দেখায়। অপরদিকে, সূর্য যদি দর্শকের পেছনে থাকে, একই টর্নেডো ধূসর বা উজ্জ্বল সাদা দেখায়। সূর্যাস্তের সময় যেসব টর্নেডো হয়, সেগুলি আলোর কারণে হলুদ, কমলা, গোলাপী ইত্যাদি বিভিন্ন বর্ণের হতে পারে।
আশ্চর্য ঘটনা ! বাংলাদেশের হাওর থেকে আকাশে উঠছে পানি
টর্নেডোর গতিবেগ
অধিকাংশ টর্নেডোতে বাতাসের গতিবেগ থাকে ঘণ্টায় ১৩০ মাইলের (ঘণ্টায় ১৭৭ কিমি) কাছাকাছি, ব্যাপ্তি প্রায় ২৫০ ফুট (৭৫ মিটার) এবং দ্রুত নিঃশেষ হবার আগে এটি কয়েক মাইল বা কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। কিছু টর্নেডো আরো বেশি শক্তিসম্পন্ন হতে দেখা যায়; এগুলোর বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ৩০০ মাইল বা ৪৮০ কিমি-এর বেশি, ব্যাপ্তিতে প্রায় এক মাইল বা ১.৬ কিমি-এরও অধিক এবং ভূমির উপর দিয়ে প্রায় ১০০ কিমি এরও অধিক দূরত্ব এগুলো অতিক্রম করতে পারে।
টর্নেডো পরিবার
অনেক সময় দেখা যায় একটিমাত্র টর্নেডো থেকে অনেকগুলো টর্নেডো এবং মেসোসাইক্লোনের সৃষ্টি হয়। যখন একটি পৃথক মেসোসাইক্লোন থেকে একটি আলাদা টর্নেডোর সৃষ্টি হয় তখন এই প্রক্রিয়াকে সাইক্লিক টর্নেডোজেনেসিস বলে। আর একই টর্নেডো থেকে সৃষ্ট টর্নেডোসমূহকে বলা হয় টর্নেডো পরিবার।
টর্নেডো শব্দটি আমরা যেভাবে পেলাম
"টর্নেডো" শব্দটি বাংলা নয়, এটি এসেছে ইংরেজি tornado শব্দের মাধ্যমে। tornado শব্দটা এসেছে স্পেনীয় অপভ্রংশ ত্রোনাদা থেকে। এই শব্দটি মূলতঃ ল্যাটিন শব্দ তোনারে (অর্থাৎ "বজ্রপাত") থেকে এসেছে। ধারণা করা হয়, এই দু'টি শব্দের সমন্বয়েই টর্নেডো শব্দের উৎপত্তি হয়েছে। তবে টর্নেডোকে ঘিরে অনেক অতিপ্রাকৃত ঘটনা বা কাহিনীগল্প চালু থাকায় কেউ কেউ হয়ত কোন লোককাহিনী থেকেও এর ব্যুৎপত্তি বলে মনে করে থাকেন।
কয়েক ধরনের টর্নেডো
আগেই বলেছি টর্নেডো কয়েক ধরনের আছে। এরমাঝে আছে বহুঘূর্ণী টর্নেডো, উপটর্নেডো, জলস্তম্ভ, ভূমিস্তম্ভ ইত্যাদি। এদের মধ্যে হাকালুকি হাওরে দেখা টর্নেডোটি ছিলো জলস্তম্ভ টর্নেডো। এ ধরনের টর্নেডো সাধারণত পানির উপরে সৃষ্টি হয় বলে জাতীয় আবহাওয়া সংস্থা এর নাম দিয়েছে জলস্তম্ভ।
মৌলভীবাজারে টর্নেডোর আরও ঘটনা
বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল মৌলভীবাজারে ২০০৪ সালে ঘটা টর্নেডোর ব্যাপারে বলেন, ২০০৪ সালের দিকে মৌলভীবাজারের তারাপাশায় ভয়াবহ টর্নেডো সৃষ্ট বিপর্যয়ের ঘটনা ঘটে। খবর পেয়ে মৌলভীবাজার জেলা সদর থেকে আমরা ছুটে যাই। এই টিমে ছিলেন প্রথম আলোর তৎকালীন রাজনগর প্রতিনিধি নিজামুল হক বিপুল, প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপুসহ, জেলার জেষ্ঠ্য সাংবাদিক এম এ সালামসহ আরও অনেকেই। তখন আমরা সে এলাকায় গিয়ে দেখি টর্নেডো মানুষের বাড়িঘর, এমনকি টিউবওয়েল পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে।
আকমল হোসেন নিপু জানান, ২০০৪ সালের পরেও এ অঞ্চলে টর্নেডো হয়েছে। অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে কিন্তু এবারের মতো জলস্তম্ভ আর হয়নি। এটা এবার এই প্রথম দেখলাম।
বাংলাদেশে উল্লেখ্যযোগ্য কিছু টর্নেডোর ঘটনা
১৯৮৯ সালে বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় সৃষ্ট টর্নেডোর কথা হয়তো এখনো ভুলে যেতে পারেন নি মানিকগঞ্জবাসী। সেবছর টর্নেডোর সৃষ্টি বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৩০০ জন মানুষ। ঘরবাড়ি ভেঙেচুরে গিয়েছিলো মানুষের। নিঃস্ব হয়েগিয়েছিলেন অনেক মানুষ।
এর আগে ১৯৬৯ সালে ঢাকায় সৃষ্ট এক টর্নেডোর কারণে প্রাণ হারান আরও হাজারখানেকের মতো মানুষ। ১৯৬৪ সালে মাগুরা ও নড়াইলে টর্নেডোতে মারা যান আরও ৫০০ থেকে ১৪০০ মানুষ। এগুলো ছিলো বাংলাদেশে টর্নেডোর বড় আঘাতগুলোর কিছু।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা