Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১ আগস্ট ২০২২

গোপনে খবর পেয়ে সাপুড়িয়ার কাছ থেকে ৪টি সাপ উদ্ধার

বিভিন্ন জাতের মোট চারটি সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা

বিভিন্ন জাতের মোট চারটি সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা

মৌলভীবাজারের কমলগঞ্জে এক সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে গোপন খবরের ভিত্তিতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত সাপুড়িয়া মো. শাহিনের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড় গত শুক্রবার (২৯ জুলাই) উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও শনিবার (৩০ জুলাই) টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে।

বিষয়টি গত শনিবার (৩০ জুলাই) রাতে বন বিভাগের এর কাছে এ খবর আসলে বন বিভাগ শাহিন সাপুড়ের সাথে যোগাযোগ করে সাপ ৪টি উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত ৪টি সাপ বিকেলে বন বিভাগেরের উপস্থিতিতে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের কথা জানিয়েছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুরের কাছে ৪টি সাপ আছে, পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে পরে তারা নিয়ে আসে, তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে,পরবর্তীতে সাপগুলোকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

আইনিউজে আরও পড়ুন-

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়