শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে অজগরসহ ৩টি প্রাণী লোকালয় থেকে উদ্ধার
উদ্ধারকর্মীর হাতে ৪ ফুট দীর্ঘ অজগর সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইদিনে বিভিন্ন এলাকা থেকে অক্ষত অবস্থায় তিনটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে একটি ৪ ফুট লম্বা অজগর এবং বুধবার (১৯ অক্টোবর) একটি গন্ধগোকুল ও একটি আহত অবস্থায় কালিম পাখি উদ্ধার করে তারা।
উদ্ধারের পর প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশন থেকে জানা গেছে, গত বুধবার শহরের কালীঘাট সড়কের একটি বাড়ি থেকে গন্ধগোকুল উদ্ধার করা হয়। প্রাণিটি অনেক দিন ধরে বাড়ির আশপাশে ঘুরাফেরা করত। বুধবার বাড়ির ভেতরে ঢুকে পড়লে সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা বেলা ১১টার দিকে উদ্ধার করে নিয়ে আসে।
একইদিন বুধবার সকালে উপজেলার লইয়ারকুল এলাকায় আহত অবস্থায় একটি কালিম পাখি মাটিতে পড়ে থাকতে দেখে সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মসজিদ মার্কেটের সামনে একটি ৪ ফুট লম্বা অজগর দেখে লোকজন আতঙ্কিত হন।
খবর পেয়ে সেটিও উদ্ধার করে নিয়ে আসেন বন্য প্রাণি সেবা ফাউন্ডেশনের লোকজন।
বাংলাদেশ বন্য প্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণির বাসস্থান ও খাদ্যসংকটের কারণে প্রায়ই এসব প্রাণি বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। বনের ভেতর যে পরিমাণ পর্যটক প্রতিদিন প্রবেশ করেন, তাতে করে প্রাণিদের অসুবিধা হচ্ছে। তিনি বলেন, লোকালয়ে সাপ বা এ ধরনের প্রাণি চলে এলে সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন।
আমাদেরও ফোন করা হয়। আমরা প্রায়ই খবর পেয়ে লোকালয় থেকে এসব প্রাণি উদ্ধার করে নিয়ে আসি। এর মধ্যে অনেক প্রাণিই থাকে, যারা লোকালয়ে আসার কারণে মানুষের তাড়া খেয়ে আহত হয়। সজল দেব আরও বলেন, তবে ইদানীং একটি জিনিস আমরা লক্ষ করেছি, মানুষ বন্যপ্রাণির সম্পর্কে সচেতন হয়েছে। আগে লোকালয়ে বন্য প্রাণি বিশেষ করে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা ছিল মানুষের। এখন সেটা নেই। মানুষ প্রাণিগুলো তাড়িয়ে দেয়, না হয় আমাদের ফোন করে জানায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে উদ্বার করে নিয়ে আসি।
মৌলভীবাজার বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা গন্ধগোকুলটি বুধবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। কালিম পাখিটি অসুস্থ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণি রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অজগরটি পর্যবেক্ষণে রেখে শিগগিরই বনে অবমুক্ত করে দেওয়া হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে