হাসানাত কামাল
আপডেট: ১৯:১৪, ২৭ ডিসেম্বর ২০২২
লাউয়াছড়ায় পর্যটকের চাপ, বনের বাইরে এসে মারা যাচ্ছে প্রাণী
লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। ছবি- আই নিউজ
যখনই লাউয়াছড়ায় পর্যটকের চাপ বাড়ে। তখনই বন্যপ্রাণী বিরক্ত হয়ে বন থেকে বেরিয়ে পড়ে। অনেক প্রাণী মারা যায় বা আহত হয়। বন্যপ্রাণী লোকালয়ে দেখলে এখন প্রায়ই মানুষ খবর দেয়। আবার অনেকে হয়তো যোগাযোগের নাম্বার জানে না। অনেকে খবর দেওয়ার প্রয়োজনও মনে করে না। যে কারণে সব প্রাণীর আহত বা মা মারা যাওয়ার খবর পাওয়া যায় না।
মৌলভীবাজারের লাউয়াড়ছড়া বনে ক্রমেই বাড়ছে পর্যটকের চাপ। গত শুক্রবার থেকে রোববার (২৩ থেকে ২৫ ডিসেম্বর টানা তিনদিনে প্রায় আট থেকে দশ হাজার পর্যটক সংরক্ষিত এই জাতীয় উদ্যানে প্রবেশ করেন। দর্শনার্থীদের এই ভিড়ের মধ্যেই বন থেকে বেরিয়ে একটি গন্ধগোকূল সড়ক দুর্ঘটনায় মারা পড়েছে। সড়কে ধরা পড়েছে আরো একটি অজগর।
কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়া সংরক্ষিত জাতীয় উদ্যান। এটি দেশের অন্যতম মিশ্রচিরহরিৎ বন। দুর্লভ প্রাণবৈচিত্র্য ও উদ্ভিদের জন্য এই বনটি গুরুত্বপূর্ণ। এই বনে রয়েছে বিশ্বজুড়ে বিপন্ন উল্লুক। আছে চশমাপরা হনুমান, মায়াহরিণ, সবুজ ঘুঘু, মথুরাসহ বিরল সব প্রাণী।
২০১১ সালের এক জরিফ অনুযায়ী এই বনে রয়েছে ২৪৬ প্রজাতির পাখি, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ১৬৭ প্রজাতির উদ্ভিদ।
সাম্প্রতিক সময়ে পর্যটকের চাপ বেড়েছে লাউয়াছড়ায়। ফলে বিরক্ত ও বিভ্রান্ত প্রাণীকূল। রোববার (২৫ ডিসেম্বর) একটি অজগর বেরিয়ে মানুষেরর হাতে ধরা পড়ে। সোমবার (২৬ ডিসেম্বর) একটি গন্ধগোকূল সড়কে মারা যায়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার ভোরের কোনো এক সময়ে লাউয়াছড়া থেকে বেরিয়ে পড়ে একটি গন্ধগোকূল। শ্রীমঙ্গল উপজেলার নওঁয়াগাও এলাকায় সড়ক পারাপারের সময় গাড়ির নীচে চাপা পড়ে মারা যায় বন্যপ্রাণীটি। এলাকাবাসি দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে মৃতদেহ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আগের দিনও একটি অজগর লোকালয়ে ধরা পড়ে। মানুষজন খবর দিলে সেটি উদ্ধার করা হয়- জানান সজল।
স্বপন দেব সজল আই নিউজকে বলেন, যখনই লাউয়াছড়ায় পর্যটকের চাপ বাড়ে। তখনই বন্যপ্রাণী বিরক্ত হয়ে বন থেকে বেরিয়ে পড়ে। অনেক প্রাণী মারা যায় বা আহত হয়। বন্যপ্রাণী লোকালয়ে দেখলে এখন প্রায়ই মানুষ খবর দেয়। আবার অনেকে হয়তো যোগাযোগের নাম্বার জানে না। অনেকে খবর দেওয়ার প্রয়োজনও মনে করে না। যে কারণে সব প্রাণীর আহত বা মা মারা যাওয়ার খবর পাওয়া যায় না। তবে এটা এলার্মিং বলে মনে করেন স্বপন দেব সজল। কারণ সাম্প্রতিক সময়ে প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আহত বা মারা যাচ্ছে।
এদিকে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায় লাউয়াছড়ায় মানুষের স্রোত। অনেকেই উচ্চস্বরে কথা বলছেন, চিৎকার করছেন, কেউ বা গান গাইছেন। বনের ভেতর যত্রতত্র পড়ে আছে প্লাস্টিক, পলিথিন।
লাউয়াছড়ার প্রবেশ গেটে কথা হয় রাজধানীর ঢাকার হলিক্রস কলেজের শিক্ষার্থী লাবণ্য প্রাপ্তির সাথে। লাবণ্য বলেন- এই প্রথম লাউয়াছড়া এসেছি। এত সুন্দর বন। কিন্তু আমরা দর্শনার্থীরা সব নষ্ট করে দিচ্ছি। যার যে ট্রেইলে মনে হয় সেখানে চলে যাচ্ছে। বন্যপ্রাণীকে বিরক্ত করছে। প্লাস্টিক, পলিথিন ফেলে দিচ্ছে। মানুষের বর্জ্য পুরো বনজুড়ে। এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে।
পাশেই দাঁড়ানো লাবণ্যের ভাই ও মা সমস্বরে বললেন- ইচ্ছে করছে প্রতিবাদে আমাদের পরিবার নিয়ে এখনই দাঁড়িয়ে যাই, মানববন্ধন করি।
সহব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে রোববার (২৩ থেকে ২৫ ডিসেম্বর) টানা তিনদিনে লাউয়াছড়ায় শুধু টিকেট করে প্রবেশ করেছেন ৬ হাজার ১৯ জন। তবে সবমিলিয়ে প্রায় দশ হাজার মানুষ বনে বিচরণ করেছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মানজুর আহমদ আজাদ মান্না আই নিউজকে বলেন লাউয়াছড়ায় পর্যটকের চাপ অবশ্যই কমানো উচিত। তাছাড়া বনের ভেতর বা বাইরে যতসম্ভব পর্যটক আকর্ষণ কমানো উচিত। বনের পশুপাখির নিরাপত্তা ও সংরক্ষণে বেশি মনযোগ দিতে হবে। উপদ্রব ও বিরক্তকরণ বিষয় কমিয়ে আনতে হবে।
এ ব্যাপারে মৌলভীবাজার বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমারও লাউয়াছড়ায় দর্শনার্থী সংখ্যা কমিয়ে আনার উপর গুরুত্ব দেন।
তিনি বলেন, লাউয়াছড়া দেশের গুরুত্বপূর্ণ একটি বন। যেখানে দুর্লভ ও বিপন্ন পশুপাখির আবাস। আছে উদ্ভিদ, অর্কিড, বৃক্ষরাজি। এসব গুরুত্ব বিবেচনায় দর্শনার্থী প্রবেশ নির্দিষ্ট করে দিলে বন উপকৃত হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
আই নিউজ ভিডিও
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে