জগন্নাথপুর প্রতিনিধি
আপডেট: ১২:৩০, ১১ জানুয়ারি ২০২৩
জগন্নাথপুর থেকে মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার
উদ্ধারকৃত মেছো বিড়ালের শাবক। ছবি- সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রাম থেকে একটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মেছোবাঘ শাবকটি একজনের মুরগির ঘরে ঢুকে পড়ে। পরে শাবকটিকে আটক করে রেখে বন বিভাগে খবর দেন।
জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে নন্দলাল দাসের মুরগির ঘরে গত বৃহস্পতিবার রাতে মেছো বিড়ালের শাবকটি ঢুকে পড়ে। শব্দ শুনে নন্দলাল দাস এগিয়ে গেলে মেছো বিড়ালটি নন্দলাল দাসকে (৪৫) কামড় দিয়ে রক্তাক্ত করে।
কোনওরকম মেছো বিড়ালের শাবকের কাছ থেকে তিনি প্রাণে রক্ষা পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে এসে তিনি মেছো বিড়াল শাবকটি ধরতে ফাঁদ পেতে খাঁচায় হাঁস মুরগি রাখেন। মঙ্গলবার ভোরে শাবকটি ফাঁদে এসে আটকা পড়ে।
কেশবপুর গ্রামের বাসিন্দা নন্দলাল দাস বলেন, মেছো বিড়াল শাবকের আক্রমণে তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়েছে। তিনি কোন রকম প্রাণে বেঁচে যান। পরে ফাঁদ পেতে একে আটক করেন।
সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী বলেন, মেছো বিড়াল শাবকটি এলাকার লোকজন আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা শাবকটি বনে অবমুক্ত করব।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
আই নিউজ ভিডিও
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে