Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

জুড়ী   (মৌলভীবাজার)   প্রতিনিধি: 

প্রকাশিত: ১০:৩৪, ২৩ জানুয়ারি ২০২৩

জুড়ীতে অজগর সাপ উদ্ধার, লাঠিটিলা বনে অবমুক্ত

উদ্ধার হওয়া অজগর হাতে উদ্ধারকর্মী। ছবি- আই নিউজ

উদ্ধার হওয়া অজগর হাতে উদ্ধারকর্মী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের জুড়ীতে ধানক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের কালাছড়া এলাকার ধানক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ৬ ফিট লম্বা বলে জানান স্থানীয়রা। 

স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য পরিবেশকর্মী খোর্শেদ আলম বলেন, রোববার দুপুরে ওই এলাকার কৃষক নাজমুল ইসলাম গরু বাঁধার জন্য জমিতে যান। এ সময় তিনি অজগর সাপটিকে দেখতে পান। পরে বিষয়টি আমাকে জানালে আমি সহ স্থানীয় বন বিভাগের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করি। 

তিনি বলেন, অজগর সাপটি ৫ থেকে ৬ কেজি ওজনের হবে। ওই এলাকায় এর আগে এমন সাপের বিচরণ দেখা যায়নি। হঠাৎ করে সাপটি লোকালয়ে দেখা যায়।

বন বিভাগ জানায়, এটি একটি বিরল প্রজাতির অজগর সাপ। পাহাড় থেকে খাদ্যের সন্ধানে বন থেকে বেরিয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাঠিটিলা বন বিভাগের বিট কর্মকর্তা ফরেস্টার মো. রুমিজ্জামান হোসেন জানান, স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলম আমাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তার সাথে গিয়ে আমরা সাপটি উদ্ধার করে লাঠিটিলা বনের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করি।

আই নিউজ/এইচএ 

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

আই নিউজ ভিডিও

লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়