সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
মা হলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চিত্রল হরিণী
মায়ের পাশে শুয়ে আছে চিত্রল হরিণী শাবক। ছবি- আই নিউজ
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নিয়েছে নতুন অতিথি। মা হয়েছে এই সেবা ফাউন্ডেশনের একটি চিত্রল হরিণী। শুক্রবার (২৪ মার্চ) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জন্ম নিল চিত্রল হরিণীর একটি বাচ্চা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, চিত্রল হরিণ খুব ভালো পোষ মানে। চিত্রল হরিণী ২১০-২২৫ দিন গর্ভধারণের পর একটি মাত্র বাচ্চা প্রসব করে। শিশু হরিণ ৬ মাস পর্যন্ত স্তন পান করে।
তিনি জানান, পোষা হরিণ বিভিন্ন ধরনের সবজী খেয়ে থাকে। বাঁধাকপি, বরবটি, শিম ইত্যাদি সবজি খুব মজা করে খায়। আমাদের দেশে বিভিন্ন সময়ে চিত্রল হরিণ বংশবৃদ্ধি করে। তবে বর্ষার পূর্বে যখন সবুজ ঘাসের সমারোহ ঘটে এবং গাছের চারা ও লতা-পাতায় বন ছেয়ে যায় তখনই বাচ্চা প্রসবের প্রকৃত সময়।
সজল দেব আরো বলেন, অনেক আগে বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় মা চিত্রল হরিণটি আমাদের সেবা ফাউন্ডেশনে উপহার দেন মেজর জেনারেল রুহুল আমিন। আমাদের এখানে থাকা অবস্থায় এই হরিণটি আরো পাঁচ টি বাচ্চা দিয়েছিলো।
উল্লেখ্য, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠা আহত ও অসুস্থ প্রানীদের এক আশ্রয়স্থল। বন ছেড়ে লোকালয়ে চলে আসা প্রাণীদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা আহত প্রাণীদের এখানে এনে চিকিৎসা দিয়ে ভালো করে তোলা হয়। পরবর্তীতে সেটা আবারো বনে অবমুক্ত করা হয়।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে