Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

সোহেল শ্যাম

প্রকাশিত: ১৩:৪০, ৯ এপ্রিল ২০২৩

কৃষক বন্ধু দাঁড়াশ সাপ যে কারণে উপকারী

কৃষকের নিরব বন্ধু দাঁড়াশ সাপ। বিষহীন এ সাপটির ইংরেজি নাম রেট স্নেক। তবে বৈজ্ঞানিকভাবে এ সাপকে Ptyas mucosa নামে ডাকা হয়। সাপটির প্রধান খাবার ইঁদুর। মূলত ইঁদুর খেয়েই এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আড়ালে থেকে কৃষকের পরম বন্ধু হিসেবেও কাজ করে। 

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভুল ধারণা ও কুসংস্কারের কারণে প্রতিনিয়ত মানুষের হাতে প্রাণ হারাচ্ছে বিষহীন, নিরীহ কৃষকের পরম বন্ধু, কৃষির উপকারী দাঁড়াশ সাপ। 
  
কৃষি বিভাগের তথ্যমতে,প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০০০ কোটি টাকা। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) এর ২০১৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ায় ইঁদুর বছরে যে পরিমাণ ধান-চাল খেয়ে নষ্ট করে, তা ১৮ কোটি মানুষের এক বছরের খাবারের সমান। 

আর শুধু বাংলাদেশে ইঁদুর ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। দাঁড়াশ সাপ আমাদের নিজেদের স্বার্থেই রক্ষা করতে হবে। এ সাপ রক্ষা করলে বছরে প্রায় ১০০০ কোটি টাকার ফসলের পাশাপাশি কৃষি বিভাগ ইঁদুর নিধনের জন্য যে টাকা খরচ করে তাও বাঁচানো সম্ভব। 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে থাকুক পৃথিবীর সকল বনপ্রাণ।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়