শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে আহত লজ্জাবতী বানর উদ্ধার
আহত লজ্জাবতী বানর উদ্ধার। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঝড়ের কবলে পড়ে আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার বিরাইমপুর এলাকার নাইমুর রহমানের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে তারা।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সহ-পরিচালক সঞ্জিত দেব বলেন, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে প্রায়ই বিভিন্ন বন্য প্রাণী খাবারের সন্ধানে শ্রীমঙ্গলের লোকালয়ে চলে আসে। প্রাণীটিও হয়তো এভাবেই এসেছিল। গত বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলে প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। ঝড়বৃষ্টির কবলে পড়ে মাটিতে আহত হয়ে পড়ে থাকে বানরটি। স্থানীয় নাইমুর রহমান প্রাণীটিকে তাঁর বাসায় নিয়ে শুকনা জায়গায় রাখেন। গতকাল সকালে আমাদের খবর দিলে আমরা প্রাণীটি নিয়ে আসি। এটি পূর্ণবয়স্ক লজ্জাবতী বানর। এখন সুস্থ আছে। আমরা বন বিভাগের কাছে প্রাণীটি হস্তান্তর করব। বন বিভাগ পরবর্তীকালে প্রাণীটিকে অবমুক্ত করবে।’
মৌলভীবাজারের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা এটিকে অবজারভেশন করে শিগগিরই লাউয়াছড়ায় অবমুক্ত করব।
শহিদুল ইসলাম আরও বলেন, লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে। এটি দেশের ক্ষুদ্রতম বানরজাতীয় প্রাণী। বাংলাদেশে মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা। এগুলো নিশাচর ও বনের গভীরে উঁচু গাছে থাকতে পছন্দ করে। দিনে গাছের খোঁড়লে বা ঘন পাতার আড়ালে ঘুমিয়ে কাটায়।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে