সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
মাছ বিক্রেতার কাছ থেকে কচ্ছপ কিনে অবমুক্ত করলেন যুবক
উদ্ধার করা কচ্ছপ হাতে কাজল হাজরা। ছবি- সাজু মারছিয়াং
মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর সময় একটি গ্রামের মাঝে এক মাছ বিক্রেতার মাছ বিক্রি দেখতে থামেন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা। মাছ বিক্রেতার কাছে মাছের সাথে একটি কচ্ছপ এর বাচ্চা দেখতে পেয়ে মাছ বিক্রেতাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যখন প্রাণীটি উদ্বার করতে পারছিলেন না তখন পকেটের ১০০ টাকা দিয়ে প্রাণীটি কিনে নেন কাজল। পরে বন বিভাগের সাথে যোগাযোগ করে গতকাল সোমবার (২৬ জুন) প্রাণীটি অবমুক্ত করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর এলাকা থেকে গত শুক্রবার (২৩ জুন) প্রাণীটি উদ্বার করেন কাজল হাজরা।
কাজল হাজরা একজন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংগঠনগুলোর সাথে তাকে প্রায়ই বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। অনেকবার শিকারীদের হাত থেকে প্রাণীদের বাঁচাতে নিজের পকেটের টাকা খরচ করে বন্যপ্রাণী কিনে অবমুক্ত করেছেন তিনি। সর্বশেষ গত ২৪ মে কাজল হাজরার প্রচেষ্টায় দুটি ডাহুক পাখির বাচ্চা শিকারীর হাত থেকে রক্ষা পেয়েছিলো।
কচ্ছপ উদ্ধারের ব্যাপারে কাজল হাজরা বলেন, গত শুক্রবার উপজেলার রামনগর এলাকায় এক মাছ বিক্রেতার মাছের সাথে কচ্ছপের বাচ্চাটি দেখতে পাই। মাছ বিক্রেতাকে প্রানীটি কেন এনেছেন জিজ্ঞেস করলে বলে অনেকে নাকি সখ করে এই কচ্ছপের বাচ্চা বাসায় রাখে তাই বিক্রির জন্য এনেছেন। পরে আমি মাছ বিক্রেতাকে বুঝিয়ে বলি যে এটি একটি বন্যপ্রাণী। এটা ধরা ও বিক্রি করা অপরাধ। দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। পরে মাছ বিক্রেতাকে ১০০ টাকা দিয়ে প্রাণীটি আমার কাছে নেই। এবং বন বিভাগকে জানিয়ে স্থানীয় একজনের বাসায় প্রাণীটি রাখি। আজ (সোমবার) বন বিভাগের পরামর্শে প্রাণীটি অবমুক্ত করি। এই প্রাণীটি লেকের পানিতে নামার সাথে সাথে পানির নিচে ডুব দিয়ে সাতার কাটছিলো। দেখতে অনেক ভালো লেগেছে। আমাদের বন্যপ্রাণী ও প্রকৃতিকে বাঁচাতে সবাইকে লড়াই করতে হবে।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কচ্ছপের বাচ্চাটি কাজল হাজরা মাছ বিক্রেতার কাছ থেকে উদ্বার করে আমাকে জানায়। পরে সোমবার (২৬ জুন) বিকেলে প্রাণীটিকে কমলগঞ্জের লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরী লেকে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, কাজল হাজরা এর আগেও কয়েকবার বন্যপ্রাণী উদ্বার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করেছে। আমাদের বন্যপ্রাণী রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে। আপনার আশেপাশে কোন বন্যপ্রাণী আহত হলে বা লোকালয়ে চলে আসলে তাকে হত্যা বা তাড়া না করে বন বিভাগকে জানালে আমরা প্রাণীটি উদ্বার করবো।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে