মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩৩, ১০ আগস্ট ২০২৩
মুরগি খেতে এসে আটকে যায় অজগর, মৃত্যু থেকে রক্ষা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধরা পড়েছে একটি অজগর।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে আবারো ধরা পড়েছে একটি অজগর। বিপন্ন সাপটি জালে আটকা পড়ে। পরে বাড়ির মানুষের প্রাণীর প্রতি আন্তরিকতা ও শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তৎপরতায় সাপটি রক্ষা পায়।
মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারো লোকালয়ে ধরা পড়েছে অজগর। গত ৫ আগস্ট আরেকটি অজগর শ্রীমঙ্গলে ধরা পড়ে। মানুষের থাবায় বনাঞ্চল শূন্য হয়ে গেছে। ফলে বন ছেড়ে লোকালয়ে এসে নিয়মিত বন্যপ্রাণী ধরা পড়ছে। এটা এলার্মিং।
এ ব্যাপারে আই নিউজের সাথে কথা হয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের সাথে। সজল বলেন- গতকাল বুধবার (৯ আগস্ট) রাতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ভূঁইয়া বাড়িতে একটি অজগর সাপ মুরগি খেতে আসে বলে ধারণা করা হচ্ছে। রাতে কোন এক সময় সাপটি সবজিখেতের জালে আটকে যায়। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরবেলা বাসার লোকজন সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ভোর সাড়ে ছয়টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত অজগরের আনুমানিক দৈর্ঘ আট থেকে ১০ ফিট এবং ওজন ১০ থেকে ১২ কেজি হবে।’
স্বপন দেব সজল বলেন- মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারো লোকালয়ে ধরা পড়েছে অজগর। গত ৫ আগস্ট আরেকটি অজগর শ্রীমঙ্গলে ধরা পড়ে। মানুষের থাবায় বনাঞ্চল শূন্য হয়ে গেছে। ফলে বন ছেড়ে লোকালয়ে এসে নিয়মিত বন্যপ্রাণী ধরা পড়ছে। এটা এলার্মিং।
আরো পড়ুন
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে