মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ১৪:৫২, ১৮ আগস্ট ২০২৩
দোয়েল পাখির বৈশিষ্ট্য ও ছবি
দোয়েল পাখি । ছবি লিখক
পাক পাখালির কলতানে মুখরিত এই বাংলায় রয়েছে ছোট-বড় অসংখ্য পাখি। এদের মধ্যে কেউ কেউ গানের পাখি হিসেবেও পরিচিত। এসব গানের পাখিদের মধ্যে ছোট আকারের পাখি দোয়েল। প্যাসিল ফর্ম বর্গের অন্তর্গত এই পাখিটি বাংলাদেশের জাতীয় পাখি।
তাই এই পাখি আমাদের সংস্কৃতিরও একটি অংশ। বাংলাদেশের মুদ্রায়ও যার রয়েছে উপস্থিতি। এছাড়াও আমাদের ঢাকারই একটি স্থান দয়েল চত্বরেও রয়েছে এর একটি ভাস্কর্য। দোয়েল শিস দিয়ে গান গায় যার কারণে অনেক দূর থেকেও এদের উপস্থিতি টের পাওয়া যায়। ভোরবেলা তার মিষ্টি মধুর গান মুখরিত করে তোলে চারপাশ। আই নিউজের আজকের প্রতিবেদনে আমরা জানবো দোয়েল পাখির বৈশিষ্ট্য।
দোয়েল পাখিকে ইংরেজিতে Magpie Robin ( ম্যাগপাই রবিন ) বলা হয়। দোল পাখির শরীর দেখতে সাদা ও কালো রঙের মিশ্রণ। এদের চোখ কালো রঙের এবং লম্বা কৃতির একটি লেজ রয়েছে। এই লম্বা লেজ উচিয়ে দোয়েল ঘুরে বেড়ায় গাছের এ ডাল থেকে ও ডালে। পুরুষ দইলেই শরীরের উপরিভাগ ও গলার নিচটা কালো রঙের, পেট সাদা, ডানার দুই পাশে সাদা রঙের দাগ আছে।
স্ত্রী দয়েলের উপরিভাগ ও গলার নিচ ছাই রঙা হয়। দোয়েল পাখির পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয় বরং কিছুটা ফিকে সাদা। এরা কিট পতঙ্গ ভোগ করে। দোয়েল পাখি সাধারণত একাকী চলাফেরা করে।
তবে মাঝেমধ্যেই এদেরকে জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায়। এরা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে লাফিয়ে খাবারের খোঁজ করে। বাংলাদেশের প্রায় সর্বত্রই দোয়েল পাখি দেখতে পাওয়া যায়। মূলত গ্রামীণ অঞ্চলে দোয়েল পাখি বেশি দেখা যায়।
দোয়েলের প্রজনন কাল মার্চ থেকে জুলাই মাসে। এসময়ে এরা বাটির মতো বাসা বানিয়ে চার থেকে পাঁচটি করে ডিম পারে। আট থেকে চোদ্দ দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা হয়। দোয়েল পাখি আকারে ১৫-২০ সেন্টিমিটার বা ৭ - ৮ ইঞ্চি লম্বা হয়ে থাকে। পতঙ্গ ভোগ পাখি হওয়ায় দয়েল প্ররিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে ফসলে রক্ষা করে থাকে।
তবে দিন দিন এদের বিচরণক্ষেত্র হুমকির সম্মুখীন হচ্ছে। বন উজাড় ও ঝোপঝাড় বিনাশে দোয়েল পাখির বাসস্থান কমে যাচ্ছে। তাই পরিবেশের উপকারী বন্ধু ও জাতীয় পাখি হিসেবে দোয়েলের সঠিক বাসস্থান, খাদ্য ও প্রজনন ক্ষেত্র নিশ্চিত করতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তবেই দোয়েল পাখির কলতানে মুখরিত থাকবে বাংলার প্রকৃতি বজায় থাকবে সুস্থ পরিবেশ।
আই নিউজ/আর
আরও পড়ুন
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে