মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২৩
কাচা বেলি ফুলের ছবি
বেলি ফুল । ছবি লিখক
বেলি বা বেলী বা বেল (ইংরেজি: Arabian jasmine), (বৈজ্ঞানিক নাম: Jasminum sambac) জেসমিন গণের এক প্রকারের সুগন্ধী সাদা ফুল। ফুল পছন্দ করে প্রত্যেকটি মানুষ এবং ফুল পছন্দ করার কারণেই বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে এগুলো সংগ্রহ করার সহজ। আপনারা এখান থেকে বেলি ফুলের ছবি ডাউনলোড করতে পারবেন এবং যদি মনে করেন এই ছবিগুলো বিভিন্ন কাজে ব্যবহার করবেন তাহলে নিজেদের ইচ্ছামত ডাউনলোড করে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন।
যারা ফুল ভালোবাসেন এবং সুগন্ধি এই বেলিফুল সম্পর্কে অবগত হতে চান তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েবসাইটে বেলি ফুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট সাদা রঙ্গের এই সুগন্ধি ফুল অনেকেই পছন্দ করে থাকবেন এবং বাড়িতে খুব অল্প জায়গার ভিতর এই গাছ রোপন করা যায় বলে অনেকের বাড়িতে বেলি ফুলের চারা দেখতে পাওয়া যায়। বেলিফুল একটি সুগন্ধি ফুল এবং এই ফুলের গন্ধ খুবই মিষ্টি।
সুগন্ধি ফুলের মধ্যে বেলিফুল একটি। আপনারা যারা বেলি ফুলের ছবি ডাউনলোড করতে এসেছেন তাদেরকে বলবো এই সকল সুন্দর ফুলের ছবি চাইলেই সংগ্রহ করা যায়। কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর দের কথা ভেবে এইচডি কোয়ালিটির বেলি ফুলের ছবি সংগ্রহ করেছি। আপনারা এগুলো পছন্দ মত ডাউনলোড করতে পারবেন। ফুল একটি পবিত্র জিনিস এবং ফুলের মাধ্যমে পবিত্র তারপরও সকলের মাঝে ছড়িয়ে দেওয়া যায় বলে যে কাউকে ফুলের ছবি দেওয়া যাই। যারা বেলি ফুলের ছবি ডাউনলোড করতে এসেছেন তাদের জন্য তাজা বেলি ফুলের ছবি দিয়ে দিয়েছি।
তিন জাতের বেলি ফুল দেখা যায়। যথা- সিঙ্গেল ও অধিক গন্ধযুক্ত, মাঝারি ও ডাবল ধরনের এবং বৃহদাকার ডাবল ধরনের। বেলি ফুল গুটি কলম, দাবা কলম ও ডাল কলম পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার হয়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাছে ফুল ফোটে। ফলন প্রতিবছর বাড়ে। লতানো বেলিতে ফলন আরও বেশি হয়। সাধারণত ৫-৬ বছর পর গাছ কেটে ফেলে নতুন চারা লাগানো হয়। বেলির কিছু ভেষজগুণ আছে। বেলির মূল ও কচি পাতা থেঁতো করে সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভালো হয়। শ্বাসকষ্ট রোধেও কার্যকর। পেটের কৃমি দমনের জন্য বেলি ফুলের রস গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। বেলির মূলের রস আতপ চাল ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়। বেলি পাতা বেটে ক্ষতের ওপর প্রলেপ দিলে দ্রুত সেরে যায়। পাতা বেটে পানির সঙ্গে গুলিয়ে খেলে ঘুম ভালো হয়।
সকল ফুলের মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে বেলি ফুল। এটি শুধুমাত্র ফুল নয় অনেক মানুষের কাছে এটি আবেগও বটে। ফুল কেইবা না পছন্দ করে। তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ একটি ফুল হচ্ছে এই বেলি ফুল। ফুল দিয়ে বিভিন্ন কবিরা কবি লিখেছেন আবার বিভিন্ন গায়করা এ নিয়ে গান তৈরি করেছে। মেয়েদের কাছে এই ফুলটি অত্যান্ত প্রিয়। এজন্যই মানুষ এত কবিতা এবং গান লিখেছে এই নিয়ে। ফাল্গুন থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বেলি ফুল ফোটে। বর্ষাকালেও থাকে। বেলি ফুল মূলত সন্ধ্যায় ফোটে এবং পরদিন দুপুরে ঝরে যায়। বাগানে ও টবে চাষ করা যায় ।
সাদা বেলি ফুলের ছবি ডাউনলোড করুন। যত প্রকার বেলি ফুল রয়েছে তার মধ্যে সবচেয়ে সাদা পেতে অনেক বেশি। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং গন্ধ করে অনেক বেশি। এজন্য সাদা বেলি ফুল থেকে বিভিন্ন ধরনের আতর এবং অন্যান্য পারফিউম তৈরি করা হয়ে থাকে। আসুন তাহলে সাদা বেলি ফুলের বেশ কয়েকটি আকর্ষণীয় ছবি দেখে নেই। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং বিয়েতে বেলি ফুলের মালা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কারণ এই ফুলের গন্ধ যেমনটা সুগন্ধ ঠিক তেমনটাই দেখতে মনোরম লাগে। বিশেষ করে প্রিয়জনের মাথার খোপায় বেলি ফুলের মালা দেওয়া অনেকটাই বেশি রোমান্টিক লাগে। আসুন বিভিন্ন বেলি ফুলের ছবি দেখে নেই।
ফুল প্রত্যেকটি মানুষের জীবনে একটি পছন্দের জিনিসের নাম। একটা পাষাণ হৃদয়ের মানুষকেও যদি ফুল উপহার দেওয়া হয় বা বেলি ফুলের ছবি দিয়ে মেসেজ দেওয়া হয় তাহলে সে কখনো তার প্রত্যাখ্যান করতে পারবেনা। তাই ফুল হলো এতটাই কোমল ও পবিত্রতার জিনিস যেটা আপনি যে কাউকে প্রদান করতে পারেন এবং এটার সৌন্দর্য যেকোনো বয়সী মানুষকে খুব সহজেই মুগ্ধ করতে পারে। প্রিয় মানুষের ভালোবাসা পেতে ফেজবুকে বেলি ফুলের ছবি দিয়ে রোমান্টিক স্টেটাস দিতে দেখায়।
ফুল প্রত্যেকটি মানুষের কাছে একটা পছন্দের উপাদান এবং ফুলের মধ্য দিয়ে আমরা যে সৌন্দর্যের উপমা খুঁজে পাই সেটা অন্য কিছুর মধ্যে পাওয়া সম্ভব নয়। সামান্য একটা গাছ থেকে যখন সুন্দর ফুল ফুটে ওঠে তখন সেই গাছের যেমন কদর বেড়ে যায় তেমনি সেই ফুল হয়ে ওঠে ভালোবাসার। তাই যারা ফুল ভালোবাসেন তাদের অবশ্যই মন ভালো এবং যারা ফুলকে পছন্দ করে গাছ লাগিয়ে সেগুলো পরিচর্যা করতে চান তারা মানসিক দিক থেকে অনেক উন্নত পর্যায়ের মানুষ। ফুলের প্রতি ভালোবাসা কখনোই মানুষ পরিচর্যা করে সৃষ্টি করে না বরং এটা আপনা আপনি সৃষ্টি হয়ে যায়। ফুল দেখলে মনের ভেতরে এক অন্য ধরনের আনন্দর সৃষ্টি হয়। বেলি ফুল সাদা এবং সুগন্ধ যুক্ত হওয়ায় প্রিয়জনের উপহার হিসেবে দারুন।
বেলি ফুল- Arabian Jasmine ( Jasminum sambac )
আমরা যদি বেলি ফুল চিনে না থাকি তাহলে বলবো যে এই বেলি ফুলের গাছ ঝোপ আকৃতি হয়ে থাকে এবং আকৃতিতে খুবই ছোট হয়ে থাকে। ঝোপ আকৃতির এই ফুল গাছে খুব সুন্দর সুন্দর সাদা রঙের ফুল ফুটে উঠে এবং ছোট ছোট ফুল হয়ে থাকলেও এটার গন্ধ আমাদের খুব সহজেই মুগ্ধ করে। বেলি ফুল আপনাদের কাছে পছন্দের কিনা তা আমরা জানিনা তবে যারা এখানে ভিজিট করেছেন তাদের অবশ্যই পছন্দ বলেই বেলি ফুলের ছবি সংগ্রহ করতে এসেছেন। আবার অনেক সময় অভিভাবকেরা সন্তানদেরকে বিভিন্ন ফুলের সঙ্গে পরিচিতি করে তোলার জন্য বেলি ফুলের ছবি ডাউনলোড করে এবং ছবিগুলো দেখিয়ে দেওয়ার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে কোন ফুলের নাম কি।
বিশেষ করে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র আছে তাদেরকে যখন পাঠ্য বইয়ের বাংলাদেশের ফুল ফল বিষয়গুলো পড়ানো হয়ে থাকে তখন বিভিন্ন ফুলের নাম পড়াতে গেলে বেলি ফুলের নাম চলে আসে। সাধারণত বেলফুল অথবা বেলি ফুলের নাম শুনে থাকার পরও যারা এখন পর্যন্ত এই ফুলের ধারণা অর্জন করতে পারেননি অথবা এই ফুল চেনেন না তাদের উদ্দেশ্যে বেলি ফুলের ছবি প্রদান করার মাধ্যমে ফুলের সঙ্গে পরিচিতি ঘটানোর চেষ্টা করা হলো। অর্থাৎ এখান থেকে আপনারা বেলি ফুলের ছবি গুলো দেখে নিতে পারলেই খুব ভালো কাজ করবেন এবং দেখবেন যে এখানে যে বেলি ফুলের ছবি দেওয়া আছে সেগুলো সাদা সাদা ছোট আকৃতির ফুল। তবে যখন এই ফুলের সামনে আপনারা উপস্থিত হতে পারবেন তখন আসলেই উপলব্ধি করতে পারবেন যে এই ফুলের একটা মিষ্টি সুগন্ধ রয়েছে। তাছাড়া বেলি ফুলের সুগন্ধারি নির্যাস দিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য অথবা তেল তৈরি করা হয়ে থাকে।
ফুলের প্রতি ভালোবাসা আছে এটা দেখে আমরা বুঝতে পেরেছি এবং আপনারা যখন বেলিফুল সংগ্রহ করতে এসেছেন তখন বলব যে আপনাদের রুচিবোধ আসলেই অত্যন্ত সুন্দর। তাই এই পোষ্টের মাধ্যমে আপনারা বেলি ফুলের পিকচার যেটা খুশি সেটা ডাউনলোড করে নিন। বেলি ফুলের ছবি, বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা সম্পর্কে আরও জানতে নিচের লিংকটি দেখতে পারেন: বেলি ফুলের বিশিষ্টসমূহ- wikipedia
আই নিউজ/আর
আরও পড়ুন
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে