কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ১২টি টিয়া পাখি উদ্ধার, শিকারের সরঞ্জাম জব্দ
শিকারিদের কাছ থেকে উদ্ধার করা সবুজ টিয়া পাখি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে শিকারির কাছে থাকা ১২টি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এসময় শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। তবে এসময় শিকারিদের না পাওয়ায় তাদের আটক করা যায় নি।
সোমবার (৩০ অক্টোবর) উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল। হোসেন এলাকার বিভিন্ন শিকারির কাছ থেকে এগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে সোমবার সকালে বনবিভাগকে খবর দিলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়া পাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, আদমপুর ইউনিয়নের কালেঞ্জী,। কোনাগাঁও, পূর্ব জালালপুরসহ বিভিন্ন গ্রামের শিকারীর বাড়ি থেকে তিনি এগুলো উদ্ধার করেন। তবে এ সময় শিকারী কাউকে পাওয়া যায়নি।
বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখি গুলো ছোট থাকায় ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখিগুলো সুস্থ হলে ও উড়া শিখলে অবমুক্ত করা হবে।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে