কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
খাঁচাবন্দী ৩টি টিয়া, উড়ে গেলো আপন নীড়ে
উদ্ধারের পর খাঁচা থেকে মুক্ত করা হচ্ছে টিয়া পাখি। ছবি- আই নিউজ
দীর্ঘ ৫ বছর ধরে দুইটি খাঁচায় বন্দি থাকা ৩টি টিয়া পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। উদ্ধারের পর খাঁচাবন্দী পাখিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে মুক্ত আকাশে, তাঁরা উড়ে গেছে আপন নীড়ে।
শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ৩টি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে দুপুর ২টার দিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
খবর পেয়ে টিয়া পাখি উদ্ধারে দোকানে অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। ছবি- আই নিউজ
বন বিভাগ জানায়, গণমাধ্যমকর্মী ও জীববৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ ও জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্য মৃন্ময় পাল প্রান্ত এর মাধ্যমে জানতে পারলাম একটা অ্যালুমিনিয়াম এর দোকানে দীর্ঘ ৫ বছর ধরে বন্দি আছে ৩টি টিয়া পাখি। পরে তাদের সাথে করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম দুপুর ১২টার দিকে ঐ দোকানে অভিযান চালিয়ে খাঁচা বন্দি থাকা ৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর উপস্থিতিতে ৩টি টিয়া পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
পাখিগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম,স্ট্যান্ড ফর ওয়াইল্ড লাইফ (সিউ) টিমের সোহেল শ্যাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী সালাহউদ্দিন শুভ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার প্রমুখ।
বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ এর সত্যাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তারা বিক্রির জন্য দোকানে রাখেনি। সখের বসে লালন পালন করে আসছে দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে