সাইফুল ইসলাম সুমন, জুড়ী
হাকালুকি হাওরের ইতিহাস-ঐতিহ্য-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের জুড়ীতে এশিয়া মহাদেশের বৃহত্তম হাকালুকি হাওরের ইতিহাস-ঐতিহ্য ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ জানুয়ারি দুপুরে হাকালুকি হাওরের কন্টিনালা রাবার ড্যাম সংলগ্ন মাঠে "বাঁচলে হাওর বাঁচবে দেশ, রক্ষা হবে পরিবেশ" এ স্লোগানকে সামনে রেখে 'জুড়ী টাইমস' এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
'জুড়ী টাইমস' এর সম্পাদক-প্রকাশক ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
সভায় হাকালুকি হাওরের ইতিহাস-ঐতিহ্য ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। হাকালুকি হাওরের ইতিহাসের আলোকে তার ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
তারা বলেন, হাওরের জীববৈচিত্র রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণে সরকারকে কাজ করতে হবে। বিল-নদী-নালা খনন সহ হাকালুকি হাওরের সার্বিক উন্নয়নে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা শতভাগ বাস্তবায়ন করতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম (তারা মিয়া স্যার), উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের ইবিএ প্রকল্পের রিজিওনাল ম্যানেজার মো. জাহাঙ্গীর, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিএনআরএস এর প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার তৌহিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসাইন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, মাই টিভি প্রতিনিধি ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) প্রধান নির্বাহী কর্মকর্তা দীপা রাণী রুদ্রপাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা হকার্স লীগের সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম, বেলাগাঁও-সোনাপুর বিসিজি'র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহমদ, বিশিষ্ট নারী নেত্রী রুকেয়া রহমান, ইমরুন নাহার সুমি, শাহনাজ পারভীন, খালেদা বেগম, নৌসিন আক্তার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি হাজী খলিলুর রহমান, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের হিসাব রক্ষক রুপালী পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাজী আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, প্রবাসী রুহুল আমিন, জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন শামীম, বিল্লাল আহমদ, সাইফুর রহমান, এস এম আসাদ, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, আলোকিত সকাল প্রতিনিধি কামরান আহমেদ, জবাবদিহি প্রতিনিধি সুয়েবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাবিবুর রহমান বাদল, প্রসাদ দাস, জয়া রানী দাস প্রীতি, পুষ্পিতা দাস পূজা প্রমুখ।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে