আই নিউজ প্রতিবেদক
চুনতি বন বন সংরক্ষণের দাবিতে ধরা’র মানববন্ধন
চুনতি ইউনিয়নের চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন আরাকান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চুনতি বন সংরক্ষণের দাবিতে যৌথ মানববন্ধন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এবং চুনতি রক্ষায় আমরা।
সোমবার (১১ মার্চ) উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন আরাকান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা, পাহাড়কাটা, গাছকাটা এবং জীববৈচিত্র্য বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এতে বিভিন্ন দাবি ও পরিবেশ, জীববৈচিত্র রক্ষায় সচেতনামূলক লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে লোহাগাড়া উপজেলার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানবন্ধনে সভাপতিত্ব করেন চুনতি রক্ষায় আমরা'র সমন্বয়ক সানজিদা রহমান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল, ধরা’র কক্সবাজার শাখার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, ধরা’র সদস্য আবদুল করিম কিম, ফজলে এলাহী, মাসুদ হোসেন সিদ্দিকী, ইকবাল ফারুকসহ স্থানীয় ও জাতীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস, মানব বসতি, সংরক্ষিত এলাকার অভ্যন্তরে বাণিজ্যিক কার্যক্রম, পাহাড় কাটা ও বন্যপ্রাণী শিকারের জন্য সরকারি সংস্থার নিষ্ক্রিয়তা ও দুর্নীতির সমালোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, বাংলাদেশের অন্যতম বিরল ও সমৃদ্ধ বন্যপ্রানীর অভয়ারণ্য এই বন এশীয়-হাতিদের আবাসস্থল। চুনতি অভয়ারণ্যের মধ্য দিয়ে রেললাইন নির্মাণ করা হয়েছে, এ বনের ৫ কিলোমিটারের মধ্যে রয়েছে বাকখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ২০ কিলোমিটারের মধ্যে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। যা চুনতি রক্ষায় সরকারের চরম অবহেলা প্রকাশ পায়। যার ফলে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন চুনতিকে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করতে সাহস পেয়েছে। চুনতীর মানুষ এখন অভয়ারণ্য বাঁচাতে এগিয়ে এসেছে। আমাদের অবশ্যই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে স্বচ্ছ তদন্ত ও শাস্তির আওতায় আনতে হবে।”
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ বলেন, মানুষ খুন করলে মামলা হয়। পাহাড় খুন করলে মামলা হয়না। কিন্তু সরকারী কর্মকর্তা পয়সা খেয়ে চলে যায়। আজকে সাংবাদিক, নারী, ছাত্ররা, স্থানীয়রা বয়স্করা আমাদের সাথে আছেন। আমরা চাই বন ধ্বংসের ব্যাপারে আমরা সকলে সচেতন হই। তিনি স্থানীয় জনগণকে চুনতি অপব্যবহারকারীদের তালিকা তৈরি করতে এবং পাহাড় কাটা ও গাছ কাটা দুর্বৃত্তদের বিরুদ্ধে আনন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আহ্বায়ক কমিটির সদস্য আবদুল করিম কিম বলেন- পাহাড় কাটা ও বন উজার এর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। কোথাও যখন পাহাড় কাটা হয় তখন মানুষ আমাদেরকে জানায়। আমরা প্রশাসনকে জানাই, সংবাদ মাধ্যমকে জানাই। কিন্তু যে পাহাড় কাটে তার সাথে পরিবেশ অধিদপ্তরের টাকা পয়সার লেনদেন হয়। সরকারি কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে নিরব হয়ে যায়। ঢাকা থেকে এসে কেউ এই বন রক্ষা করতে পারবে না। এই অভয়ারণ্য রক্ষায় জনগনকে এগিয়ে আসতে হবে। চুনতির বন ধ্বংসের জন্য বনরক্ষার কর্মকর্তারাই দায়ি। টাকা খেয়ে বনে পাহারা দেয় আবার মামলাও দেয়। নিজেদের রক্ষার স্বার্থে পাহাড় কাটা দেখলেই রুখে দাড়ানবেন, বন্ধ করবেন।
সানজিদা রহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি স্থানীয় প্রশাসনকে চুনতি রক্ষা আন্দোলনের সাথে সহযোগী হওয়ায় জানান। তিনি বলেন পাহাড় কাটা, গাছ কাটা মাটির টপসয়েল কাটা বন্ধ করতে হবে।
উপস্থিত সকল বক্তা ও নেতাকর্মীরা চুনতি সংরক্ষিত বন ধ্বংসের বিষয়ে তাদের নিজ নিজ উদ্বেগ প্রকাশ করেন এবং বন সংরক্ষণের দাবি জানান।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে