শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে আহত ভুবন চিল উদ্ধার, সাংবাদিক দেখে পালালেন বিক্রেতা
অসুস্থ ভুবন চিলটিকে ধরেছিলেন এক ব্যক্তি। এসে উদ্ধার করেন দুই সাংবাদিক।
অসুস্থ ভুবন চিলটিকে ধরেছিলেন এক ব্যক্তি। তিনি পাখিটি বিক্রির চেষ্টা করছিলেন। ক্রেতা সেজে ওই ব্যক্তির কাছে যান দুই সাংবাদিক। পরিচয় জানার পর পাখিটি ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। পরে স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের সদস্যদের মাধ্যমে ভুবন চিলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় দুই সাংবাদিক বাবলু আচার্য ও তিমির বণিক ভুবন চিলটিকে উদ্ধারে ভূমিকা রেখেছেন।
বাবলু আচার্য বলেন, ভুবন চিল বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন এক ব্যক্তি। বিষয়টি তাঁরা জানতে পারেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে পাখিটির অবস্থান সম্পর্কে তাঁরা নিশ্চিত হন। ক্রেতা সেজে তাঁরা আজ বিকেলে খেজুরিছড়া চা বাগানে ওই দুই ব্যক্তির কাছে যান। সাংবাদিক পরিচয় দিলে দুজন পাখি ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর ভুবন চিলটিকে তাঁরা উদ্ধার করে আনেন।
স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, বন্য প্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দুই সাংবাদিক যেভাবে এগিয়ে এসেছেন, আমরা তাঁদের সাধুবাদ জানাই। উদ্ধার হওয়া পাখিটি কিছুটা অসুস্থ। এটি প্রাপ্তবয়স্ক নয়। দুই সাংবাদিকের কাছ থেকে পাখিটি নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। এটি এখন লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে আছে। পুরোপুরি সুস্থ হলে বন বিভাগ এটি অবমুক্ত করবে।
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে