Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

খোলা জানালা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

একজন খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রাথমিক জীবন

খোন্দকার ইব্রাহিম খালেদের জন্ম ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জ জেলায়।  

শিক্ষাজীবন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি

কর্মজীবন

১৯৬৩ সালে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হন খোন্দকার ইব্রাহিম খালেদ। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক, ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক এবং ১৯৯৭ সালে সোনালী ব্যংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সবশেষ ২০২০ সালের ৯ ডিসেম্বর থেকে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

২০১১ সালে বাংলা একাডেমি থেকে সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়