মাসকাওয়াথ আহসান
আপডেট: ২০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২২
ইলেকশন কাসিনো রয়েল - Election Casino Royal
মাসকাওয়াথ আহসান
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে মার্কিন-ভারতীয় গোয়েন্দা সংস্থা বনাম চীন- পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রক্সি যুদ্ধ চলছে। জায়েদ বনাম নিপুণ দ্বৈরথে পরস্পর দ্বন্দ্বে জডিয়েছে হলিউড-বলিউড জোট বনাম বেজিংউড-কলিউড জোট। ড্রামা সাসপেন্স টান টান উত্তেজনার নির্বাচন ঢালিউড ভোটসমনিয়ার ইতিবৃত্ত।
কী আছে ঢালিউডে যে জায়েদ শিল্পী সমিতি করতে গিয়ে চিরকুমার রয়ে গেলেন! কী আছে সমিতির পদে যা দিতে সিইসি পীর নিপুণের কাছে কিস চেয়েছিলো। নিপুণ সেই “ইনডিসেন্ট প্রোপোজাল “পাবলিক করার পর গণেশ উল্টে গেলো। জায়েদের টুপি এখন নিপুণের মাথায়।
বিচ্ছেদ জ্বালা সইতে না পেরে কী হেরে যাওয়া সভাপতি প্রার্থী জায়েদকে কাছে টেনে নিলেন! কী চান নিপুণ, তিনি কী ইলিয়াস কান্চনের নিরাপদ সডক আন্দোলনের নেত্রী! কী হবে শাজাহান খানের যদি ইলিয়াস-নিপুণ শিল্পী সমাজকে নিয়ে ঐ আন্দোলন বেগবান করেন!
দ্য নটোরিয়াস ইলেকশন আপডেট
নিপুণ অভিযোগ করেছেন জায়েদ খান চাদরের নীচে টাকা এনে বিতরণ করেছেন। এইভাবে জনসমক্ষে টাকা বিতরণ করে ধরা পডেছিলো পাকিস্তানের এক গোয়েন্দা। ফয়েজাবাদ জলসায় টাকা বিতরণের দৃশ্য ধরা পডেছিলো। বেজিংউডের টাকা কলিউড স্টাইলে বিতরণ করেই কী ফেঁসে গেলেন খান!
নিপুণ যেভাবে হলিউডের ইনডিসেন্ট প্রপোজাল এনেছেন, সিইসি পীরের জন্য কী তা হানিট্র্যাপ ছিলো। আগরতলায় কলকাতায় দুজন ডিপ্লোম্যাটকে হানিট্র্যাপে ফেলেছে ভারতীয় গোয়েন্দা। বলিউডের কারিনা যেভাবে ডন শাহরুখের জন্য ফাঁদ রচনা করেছিলো, সেই ফাঁদে কী ধরা পডেছে সিইসি পীর! কী ঘটেছিলো সেদিন যে ঢালিউডের কয়েকটা ভোট গুনতে নিশীথ সূর্যের ইলেকশনে পরিণত হলো সেটা! রোমান্স মিস্ট্রি আর স্পাই স্টোরির ঠাস বুননে দ্য নটোরিয়াস ইলেকশন।
শাড়ি পরে দৌড়ানোর ফজিলত
চলচ্চিত্র শিল্পী সংস্থার নির্বাচনে বিজয়ী প্রার্থীকে উলটে দিয়ে পদ দখল করার পর বিজয়িনী নিপুণ বলেছেন, শাড়ি পরে আমি কতটা কাজ করতে পারি, দৌড়াতে পারি; এই কদিনে সেটা সারা বাংলাদেশ, এমনকি সারা বিশ্বের বাঙ্গালিরা দেখেছে।
শুধু শাড়ি পরে না দৌড়াতে পারায়, নির্বাচনী দৌড় থেকে ছিটকে গেলেন, জায়েদ খান।
শাড়ি পরে দৌড়াতে পারায় শেখ হাসিনা ও খালেদা জিয়া রাজনীতির দৌড়ে সফল হয়েছেন। শাড়ি পরে রাজনীতিতে সফল হবার দৌড়ে যোগ দিয়েছেন রওশন এরশাদ।
নিপুন নির্বাচনী সাফল্যের রহস্য যে "শাড়ি পরে দৌড়ানো" এটা উন্মোচন করায়, পুরুষ সমাজের মাঝে ক্রস ড্রেসিং করে শাড়ি পরে ভবিষ্যত নির্বাচনগুলোতে দৌড়ানোর প্রবণতা বাড়তে পারে মনে হচ্ছে। জায়েদ খান একবছর শাড়ি পরে দৌড়ানো অনুশীলন করলে; আগামিতে তার ভাগ্যের শিকে ছিঁড়বে বলে আশা করা যায়।
আ কিউরিয়াস কেস অফ ইলেকশন
হিরো আলমকে কারা এনেছিলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায়! কেনইবা নির্বাচনের দিন পুলিশ তাকে কুইকলি একটি প্রাইভেট কারে তুলে দিলো। এমেরিকান ব্ল্যাক ওয়াটার অপারেটিভরা কেন হিরো আলমকে দিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছিলো! কী করলেন তিনি মাত্র কয়েকঘন্টায় যে বলিউড তাকে রিটার্ন দিলো মুভিতে কাস্ট করে।
নির্বাচনে জেতার পর জায়েদ খান বলেছিলো তার প্যানেলের পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী মিশা সওদাগরের সংগে তার স্বামী-স্ত্রীর সম্পর্ক। কূটনীতির পরিভাষা ব্যবহার করাতেই কী বেজিংউড বিরক্ত হয়েছিলো তার ওপর। এফ ডিসির এমডির বিরুদ্ধে বিষোদগার কেন করেছিলো হিজ নেম ইজ খান! কী সেই নির্বাচনী আচরণবিধি যা ভঙ্গ করায় জায়েদ খানের কাছ থেকে বিজয়ী ফলাফল ছিনিয়ে নিয়ে নিপুণকে দেয়া হলো!
দক্ষিণ এশীয় চলচ্চিত্রের ফিউচার ডেস্টিনেশান কী তবে ঢালিউড! নইলে হলিউড-বলিউড-বেজিংউড-কলিউড কেন প্রক্সি ওয়ারে শামিল হলো এই ঢালিউডের টার্ফে!
শিল্পী সমিতি নির্বাচনে টুপি বদল
টক অফ দ্য টাউন শিল্পী সমিতি নির্বাচন নিয়ে চমক যেন থামছে না। প্রাথমিক ফলাফলে বিজয়ী জায়েদ খানকে আচরণবিধি ভংগের অপরাধে বাদ দিয়ে নিপুনের মাথায় বিজয় টুপি পরিয়েছিলো রাষ্ট্রের নির্বাহী বিভাগ। বিচার বিভাগ একে চ্যালেন্জ করে আবার বিজয় টুপি পরিয়ে দিয়েছেন জায়েদের মাথায়।
এই ইসকি টোপি উসকে সার কমেডিতে সম্পৃক্ত হয়ে গেছে দেশী- বিদেশী গোয়েন্দারা। র-সি আই এ বনাম আই এস আই-এম এস এস প্রক্সি ওয়ারে লিপ্ত এই ঢালিউড নির্বাচনকে ঘিরে। ভারত চায় ঢালিউডে টালিউড আর বলিউডের প্রভাব থাকবে। চীন চায় ঢালিউডে বেজিংউডের বিনিয়োগ প্রাধান্য বিস্তার করুক। এমেরিকা চায় হলিউডের প্রভাব থাকবে সব জায়গায়। পাকিস্তান চায় ভারতের টালিউড কিংবা বলিউডের মতো তাদের কলিউড ও ললিউডের কিছু প্রভাব থাকুন। এমেরিকা ও ভারত চীনের চিরশত্রু। পাকিস্তান এমেরিকার বন্ধু হলেও ভারতের শত্রু। ফলে ঢালিউডে সবগুলো গোয়েন্দা সংস্হার পাওয়ার প্লে চলছে।
ঢালিউডে আগে যারা বাংলাদেশের এলিট ফোর্সের ক্রসফায়ারের চিত্রনাট্য লিখতো, তাদের সমর্থন দিচ্ছে দেশী গোয়েন্দারা, উপকারের বিনিময়ে সামান্য উপকার নীতিতে। দেশি স্পাই হিরো আলম এই নির্বাচনী প্রচারণায় নিপুন আপার পক্ষে সক্রিয় রয়েছে। হিরো আলম সক্রিয় রেসিজমের বিরুদ্ধেও। সূত্র বলছে, নিপুন তার সাফল্যের জন্য শাডি পরে দৌডানোকে কৃতিত্ব দেয়ার পর জায়েদ খান শাডি পরে দৌডে আবার বিজয়ী টুপি পরেছে আজ।
শিল্পী সমিতির নির্বাচনে লবিস্ট ও পি আর ফার্ম
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সক্রিয় সি আই এ, র, আই এস আই, এম আই সিক্স, মোসাদ, এম এস এস গোয়েন্দা সংস্হাগুলো। ঢালিউডের ক্ষমতাসীন জায়েদ খানের পি আর ফার্ম হলিউড, বলিউড, টালিউডের বিপরীতে প্রতিপক্ষের নিপুণ আক্তারের পি আর ফার্ম বেজিংউড, কলিউড ও ললিউডের প্রভাব বিস্তারের প্রক্সি যুদ্ধ চলছে ঢালিউডের ভূমিতে।
ভূ-রাজনীতির থিয়েটার এফডিসিতে ডিজি এফ আই গোয়েন্দারা সক্রিয় রয়েছে, বিদেশী গোয়েন্দাদের সবার সংগে বন্ধুত্ব কারো সংগে বৈরিতা নয় নীতিতে।
জায়েদ খান নির্বাচনে প্রাথমিকভাবে বিজয়ী হলে সচিবালয় নির্বাচনী আচরণবিধি ভংগের দায়ে জায়েদকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করে বিজয় টুপি নিপুণের মাথায় পরিয়ে দেয়। রাজবংশের এক রাজনৈতিক নেতার সংগে বন্ধুত্বই নিপুণের প্রভাবের কারণ বলে মনে করেন স্ট্র্যাটেজিক স্টাডিজের লোকেরা। অধিকন্তু তার শাডি পরে দৌডানোর দক্ষতার কারণে এই নির্বাচনের সিইসি থেকে সচিবালয় অনেকেই শুক্রবার এলেই, ঝুম্মা চুম্মা দে দে বলে আহাজারি করে।
অন্যদিকে জায়েদ খানের বন্ধুত্ব এলিট ফোর্সের সংগে। ক্রসফায়ারের চিত্রনাট্য রচয়িতাদের সংগে এলিট ফোর্সের ঘটকালি করার জন্য কীনা জানিনা, জায়েদ খান এফ ডিসির এমডির সামনে এসব ডিপস্টেটের সংগে বন্ধুতার গরম দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাডা নিল চাদর পরে নারী-পুরুষের উভয়ের হার্টথ্রব তিনি। তার নির্বাচনী প্যানেলের পরাজিত প্রেসিডেন্ট প্রার্থীর সংগে স্বামী-স্ত্রীর সম্পর্ক দাবি করেছেন। এতে শাশ্বত স্বামী স্ত্রী ভারত- বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলোর মন ভিজেছে এই সম্পর্কের রুপক শুনে। ফলে তাদের বাহুলগ্ন বিচার বিভাগ জায়েদের ক্ষমতার টুপি ফেরত দিয়েছে।
নিপুণ সে আদালতের বারান্দায় শাডি পরে দৌডাচ্ছেন। চিত্রনায়িকা শাবানার মতো কেঁদে কেঁদে গাইছেন, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই।
মাসকাওয়াথ আহসান, লেখক ও সাংবাদিক
- খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ