আলমগীর শাহরিয়ার
আপডেট: ২১:০২, ৮ ফেব্রুয়ারি ২০২২
শ্রদ্ধাঞ্জলি : সাংবাদিক পীর হাবিবুর রহমান
শোকে কাঁদছে জল-জোছনার জনপদ
বাঁ থেকে সাংবাদিক পীর হাবীব, সাংবাদিক সালেহ আহমেদ, কবি শামসুর রাহমান, লেখক হুমায়ুন আহমেদ
সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কলাম লেখার জন্য আপনার ভালোবাসা ও উৎসাহের কাছে ঋণী। পত্রিকার মালিক পক্ষের কারো অপরাধ কর্মে আপনার নীরবতার সমালোচনা করেছি বলে অভিমান করেছিলেন টের পেয়েছি কিন্তু রাগ করেননি।
প্রিয় পীর হাবিব ভাই,
স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে আছি। আপনার প্রিয় জল-জোছনার জনপদ, কবিতা ও গানের জনপদ, শান্তি ও সম্প্রীতির জনপদ— আপনার শোকে কাঁদছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সপক্ষে আপনার কলম আপসহীন ছিল।
মধ্যবিত্তের সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা আপনার মধ্যে প্রবল ছিল। বেশ আগে অগ্রজের প্রশ্রয়ে আপনাকে বলেছিলাম সাংবাদিক না-হলে আপনি ভাই একজন বড়মাপের লেখক হতেন। আপনার মধ্যে একজন অনুভূতিপ্রবণ লেখকের সকল আবেগ ছিল। প্রিয় শহর সুনামগঞ্জের বাইরে মতিহার চত্বরের প্রেম আপনি ভুলতে পারেন না। আপনার লেখায় বারবার ফিরে আসে। শুনে হেসেছিলেন। বাংলাদেশ প্রতিদিন ছেড়ে ‘পূর্ব-পশ্চিম’ অনলাইন নিউজ পোর্টালের যখন আপনি সম্পাদক হলেন— অফিসে একদিন ডাকলেন। ফেসবুকে আমার লেখা আপনি পড়েন এবং পছন্দ করতেন— এ কথা জানালেন।
আপনার পোর্টালে যেন নিয়মিত লিখি তাও বললেন। আপনার মতো সিনিয়র সাংবাদিক আমার মতো অখ্যাত এক নবীনের কাছে থেকে কখনো লেখা চেয়েও নিয়েছেন। কখনো লেখা পরিমার্জন বা শিরোনাম পরিবর্তন করতে দেখিনি। আস্থা রাখতেন। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কলাম লেখার জন্য আপনার ভালোবাসা ও উৎসাহের কাছে ঋণী। পত্রিকার মালিক পক্ষের কারো অপরাধ কর্মে আপনার নীরবতার সমালোচনা করেছি বলে অভিমান করেছিলেন টের পেয়েছি কিন্তু রাগ করেননি। অপারেশন শেষে দেশে ফেরার পর সুনামগঞ্জ থেকে ঘুরে এলে দেখা হবে কথা ছিল কিন্তু আপনার শরীর খারাপ থাকায় আর দেখা হলো না। আর কোনোদিনই দেখা হবে না। আপনি ভীষণ আশাবাদী, স্বাপ্নিক ও সংগ্রামী একজন মানুষ ছিলেন। এত অকালে চলে যাবেন কখনো ভাবিনি। আপনার মৃত্যুতে দেশ একজন নির্ভীক সাহসী সাংবাদিককে হারাল।
পরপারে শান্তিতে থাকুন— পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা।
আলমগীর শাহরিয়ার, কবি,লেখক ও গবেষক
- খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ