মোহাম্মদ শহীদুল হক
সাধারণ নাগরিকদের সচেতনতা এখন সময়ের দাবি
মোহাম্মদ শহীদুল হক, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নিজের ঘাড়ে পড়ার আগ পর্যন্ত সচেতন না হওয়া জাতি আমরা। অন্যায়ের প্রতিবাদ তখন পর্যন্ত করি না, যতক্ষণ না নিজে এর দ্বারা আক্রান্ত হই। মিতব্যয়ী ততক্ষণ পর্যন্ত হই না, যতক্ষণ না নিজের গাটের পয়সা খরচ হচ্ছে।
আমি এমন অসংখ্য মানুষকে দেখি যারা বাসায় বিদ্যুৎ খরচে ভীষণ হিসাবি, অথচ অফিস চেম্বারে ঢুকা থেকে শুরু করে অফিস ছুটির আগ পর্যন্ত লাইট-ফ্যান চালিয়ে রাখেন। মিটিং বা অন্য কোন কারণে বাইরে গেলে পার্সোনাল চেম্বারের দরজায় তালা দিলেও ভেতরের লাইট-ফ্যান বন্ধ করতে তাদের ভীষণ অনিহা!
প্রয়োজন আমাদের জাগরণ, আমাদের দায়িত্বশীলতাকে শান দেয়া। দেশের সম্পদকে সরকারি সম্পদ না ভেবে ভাবতে হবে আমার সম্পদ, আমাদের সম্পদ। সরকার সাধারণ মানুষেরই একটি রাষ্ট্রীয় রূপ। সরকারি বলে আমরা যাকে নির্দ্বিধায় অপচয় করছি তা আমাদেরই সম্পদ।
আবার বাসায় যাদের তিতাস গ্যাসের সংযোগ; তারা আরো এক ধাপ এগিয়ে। ২ টাকার একটি দিয়াশলাই বাক্স দিয়ে যেন মাসের পর মাস পার করার শপথ নিয়েছেন তারা! সকালে একটি শলাকা দিয়ে চুলা চালু করার পর আর বন্ধ করতে চান না! রান্না শেষ তবুও চুলা চলতো চলছেই! অথচ এই মানুষগুলোই যখন প্রিপেইড গ্যাস বা এলপিজি ব্যবহার করেন তখন তারা ভীষণ মিতব্যয়ী! আবার বাসা বা অফিসের পানির কল নষ্ট হয়েছে, রাত-দিন টপটপ করে বা চুইয়ে পানি পড়ছে। ভাবখানা এমন, পড়ুক না।
প্রকৃতপক্ষে এখন আমাদের জাতিগতভাবেই আড়মোড়া ভাঙার সময় হয়ে এসেছে। সবাকেই স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে, অন্যথায় বিপদ আসন্ন। আমি-আপনি যদি সচেতন ও দায়িত্বশীল না হয়ে শুধু অন্যের উপর দোষারোপ করতে থাকি তাহলে সমাধান আসবে না। মনে রাখতে হবে প্রতিটি সম্পদই সীমিত, এর ব্যবহারে যত্নশীল হতে হবে। তবেই দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।
আমি বিশ্বাস করি, আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হই, এর ফলাফল ম্যাজিকের মত হবে। বিদ্যুৎ-গ্যাস-সুপেয় পানির ঘাটতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি দুর্নীতি ও সিস্টেম লস দূরীকরণে সরকার-প্রশাসনের কার্যকরী ভূমিকাও রাখতে হবে।
এজন্য প্রয়োজন আমাদের জাগরণ, আমাদের দায়িত্বশীলতাকে শান দেয়া। দেশের সম্পদকে সরকারি সম্পদ না ভেবে ভাবতে হবে আমার সম্পদ, আমাদের সম্পদ। সরকার সাধারণ মানুষেরই একটি রাষ্ট্রীয় রূপ। সরকারি বলে আমরা যাকে নির্দ্বিধায় অপচয় করছি তা আমাদেরই সম্পদ। তাই আসুন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট হই।
লেখক: মোহাম্মদ শহীদুল হক, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- রাষ্ট্রপতি হওয়ার মনোবাসনা ছিল মুহিতের
- সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু: বঙ্গবন্ধু প্রতিশ্রুত কল্যাণ রাষ্ট্রের অভিমূখে অগ্রযাত্রা
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ