Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

শরিফুল হাসান

প্রকাশিত: ১২:৫০, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ১৭:১৮, ২৭ আগস্ট ২০২২

পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি

লেখক- শরিফুল হাসান

লেখক- শরিফুল হাসান

পোশাকের সঙ্গে জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক আছে সেটা নতুন করে শুনলাম! আরো বিস্মিত হলাম এই কথা শুনে যে, ছোট পোশাক পরলে বিজ্ঞানী হওয়া যায় না! কথাটা ভাবতে গেলে দেখবেন, দুনিয়ার অধিকাংশ বিজ্ঞানী ছোট পোশাকের দেশের! আফসোস বড় পোশাকের দেশ আরব কিংবা আফগান নারীরা কিন্তু সেভাবে বিজ্ঞানী তো হচ্ছেই না উল্টো ঘরে বন্দি তারা। শিক্ষার সুযোগটাও মিলছে না। অধিকাংশ সময় তাদের জীবনটা বন্দি।

আরেকটি কথা। আপনারা যাদের অসভ্য বলছেন একটু খোঁজ নিলেই দেখবেন অনিয়ম দুর্নীতি সেই দেশগুলোতেই কম। আর শুধু মানুষের অধিকার নয় সততা, মানবতাসহ ইসলামের যেসব চর্চার কথা বলেন সেগুলোও দেখবেন ছোট পোশাকের দেশেই বেশি।

আরো নির্মম কী জানেন? আপনারা যারা পোশাক দিয়ে সব বিবেচনা করেন, ভাবেন মেয়েরা ছোট পোশাক পরে আপনাদের সিডিউস করে, সেই আপনারা সুযোগ পেলে সবার আগে ছোট পোশাকের দেশে ছোটেন। এর নাম দ্বিচারিতা।

বঙ্গবন্ধু হত্যাকান্ড : প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ

আপনাদের কাছে অনুরোধ, দয়া করে নিপীড়ন নির্যাতনের সাথে পোশাককে মেলাবেন না। হ্যা অবশ্যই আমি শালীন পোষাকের পক্ষে এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের নারীরা শালীন পোশাক পরে অথচ তারপরও ধর্ষণ আর নিপীড়নের শিকার তাঁরা সবচেয়ে বেশি। এমনকি বোরকা পরা নারী থেকে শুরু করে দুই বছরের শিশুও নিপীড়নের শিকার।

কাজেই আমি বরং পুরুষ ভাইদের বলবো,নিজের দৃষ্টি আর আচরণ সংযত করুন। কারণ, নফসের বিরুদ্ধে জিহাদকে ইসলামে সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। ইসলামে যাবতীয় পাপ সুদ গীবত হারাম দুর্নীতি থেকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু আপনারা এসব নিয়ে বলেন না।

আসলে আপনারা যে কেমন বাংলাদেশ চান সেটা বুঝি। দেখেন সুযোগ পেলেই আপনারা একদিন বলবেন ছেলে মেয়েরা একসাথে পড়বে না। নানা ফতোয়া দেবেন। বলবেন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে।

একটু ইতিহাসে ফিরেন। দেখবেন মুসলমানরা একসময় জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক এগিয়ে ছিল। নানা ফতোয়া দিয়ে যেই সেই চর্চা বন্ধ হলে পিছিয়ে গেল তারা। এইভাবে মুসলমান দেশগুলো ক্রমে ক্রমে পিছিয়ে পড়ছে। আসলেই যদি ইসলামের পুনর্জাগরণ চান তবে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চাতেই ফিরতে হবে।

আপনারা যারা বড় পোশাকের কথা বলছেন দেখবেন তাঁরা যেন দুর্নীতি আর গীবতে নিমজ্জিত না হয়ে যান। তাঁরা যেন মানুষের অধিকার হরণ না করেন। মানুষকে যেন কষ্ট না দেন।

তারপরও বলি, আপনারা যারা বড় পোশাকের কথা বলছেন দেখবেন তাঁরা যেন দুর্নীতি আর গীবতে নিমজ্জিত না হয়ে যান। তাঁরা যেন মানুষের অধিকার হরণ না করেন। মানুষকে যেন কষ্ট না দেন। খুব করে চাই, ওপরওয়ালা আমাদের সবাইকে বোধ দিক আমরা সবাই যেন মানুষ হতে পারি।

শরিফুল হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক

  • খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়