ইমতিয়াজ মাহমুদ
পাঠান সিনেমা বাংলাদেশে আসবে নাকি আসবে না?
একটা সিনেমা হল সারাবছর সিনেমা চালিয়ে কিছু ব্যবসা করবে সেরকম সিনেমা আমদের দেশে তৈরি হয়না। সিনেমাকে যদি একটা শিল্প বলেন, তাইলে সেখানে তো লোকপ্রিয় বাণিজ্যিক ছবি, মূলধারার বাইরে ছবি, এক্সপেরিমেন্টাল ছবি, বিকল্প ধারার ছবি সবরকম সিনেমা তৈরি হবে। যার যেটা ইচ্ছা দেখবেন।
পাঠান সিনেমাটা বাংলাদেশে যদি কেউ আমদানি করতে পারেন তাইলে খুবই ভাল হয়। যতটুক জানি, এমনিতে আইনগতভাবে ভারতীয় সিনেমা আমদানি নিষিদ্ধ নয়, কেবল সরকারের কোন বিভাগ বা মন্ত্রণালয় থেকে একটা পুর্বানুমতি বা অনাপত্তি বা ঐরকম কিছু একটা নিতে হয়। এইরকম অনেক পণ্য আছে, যেগুলি আমদানির জন্যে বা বাংলাদেশে বাজারজাত করার জন্যে সরকারের অনুমতি নিতে হয়। সরকারের উচিৎ হবে না পাঠান সিনেমাটি বা অন্য যে কোন ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানির ক্ষেত্রে কোন বাধা দেওয়া। মানুষ যদি দেখতে চায় দেখবে, সে তো আমরা এমনিতেই দেখতে পারব আজ না হলে কাল বা পরশু। হয়তো সিনেমা হলে নয়- কিন্তু টেলিভিশনের পর্দায় তো দেখতেই পাব আরকি।
পাঠান দুনিয়ার সর্বত্র যেরকম জনপ্রিয় হয়েছে, আমার ধারণা বাংলাদেশে সিনেমাটি তরতাজা থাকা অবস্থায় মুক্তি দিতে পারলে হল মালিকরা ভাল ব্যবসা করতে পারবেন। কেন জানে, হয়তো বেশ কিছু সিনেমা হল আবার নতুন করে খুলতেও পারে। এমনিতেই দেশে অসংখ্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে।
এই যে গত কিছুদিনে বেশ কয়েকটা দিশী সিনেমা এতো জনপ্রিয় হয়েছে, লোকে দেখেছে টিকিট কেটে। দেশের অনেক জায়গাতেই মানুষ সেইসব সিনেমা দেখতে পায়নি কোন সিনেমা হল নেই বলে। ঢাকাতেই দেখেন কতোগুলি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। গুলিস্তান শাবিস্তানও বন্ধ হয়ে গেছে।
অথচ এই হলগুলি তো একরকম আমাদের হেরিটেজের অনিবার্য অংশ ছিল। ঢাকা শহর আর গুলিস্তান সিনেমা হল যেন অভিন্ন ছিল- একটা ছাড়া আরেকটার পরিচয় অসম্পূর্ণ।
(২)
শুনেছি আমাদের দেশের সিনেমার লোকেরা নাকি কেউ কেউ নানারকম পাঠান সিনেমাটি আমদানির বিপক্ষে নানা কথা বলেছে। কেউ বলেছে ওদেরকে টাকা দিতে হবে, কেউ বলেছে আমার সিনেমা ভারতে মুক্তি দিতে হবে ইত্যাদি। এইসব হাস্যকর বালখিল্য কথা যে ওরা বলবে সেটাতে অবাক হওয়ার কিছু নাই। ওরা নিজেরা বাংলাদেশে ছয় সাতশ সিনেমা টিকিয়ে রাখার মতো কোন সিনেমা তৈরি করতে পারেন না।
একটা সিনেমা হল সারাবছর সিনেমা চালিয়ে কিছু ব্যবসা করবে সেরকম সিনেমা আমদের দেশে তৈরি হয়না। সিনেমাকে যদি একটা শিল্প বলেন, তাইলে সেখানে তো লোকপ্রিয় বাণিজ্যিক ছবি, মূলধারার বাইরে ছবি, এক্সপেরিমেন্টাল ছবি, বিকল্প ধারার ছবি সবরকম সিনেমা তৈরি হবে। যার যেটা ইচ্ছা দেখবেন। আপনারা কি তৈরি করেন?
আপনারা যদি একটা ভাল সিনেমা তৈরি করতে পারেন তাইলে কেবল ভারত কেন, বিলেতে, ইতালিতে, ফ্রান্সে সবখানে লোকে সেই সিনেমা দেখবে। ভাষা তো কোন বাধা নয়। নানা দেশে বাঙালীরা বাস করে। আর সাবটাইটেল বা ডাবিং করা সেগুলি তো আছেই। বাংলা সিনেমা বিদেশে দেখিয়ে নাম করেছে, টাকা কামিয়েছে নাম কামিয়েছে সেরকম কম হয়েছে, কিন্তু একদম যে হয়নি সেটা তো নয়। সত্যিজত রায়ের সিনেমা কি দুনিয়া কাপায়নি?
বাণিজ্যিক ছবিও যদি ভাল হয়, তাইলে ভারতে মুক্তি পাবে নিশ্চয়ই। ওরা তো ভিনদেশী সিনেমা আমদানি করে। আপনারটা কেন করবে না। কিন্তু আপনার মাল্টা তো সেরকম হতে হবে। নাকি? আপনি বানবেন পচা জিনিস আর আশা করবেন যে বিদেশে লোকে আপনার এই পচা জিনিস পয়সা দিয়ে দেখবে সেটা তো হবে না ভাই সাহেব। ওরা তো আমাদের বই কেনে, আমাদের দেশ থেকে জামাকাপড়ও কিনছে আজকাল। সিনেমা কেন নয়?
(৩)
আর পাঠান সিনেমা এখানে দেখালে ওরা আমাদের শিল্পী সমিতিকে টাকা কেন দিবে? আপনারা সেই সিনেমাতে অভিনয় করেছেন? কোন কাজ করেছেন? বিনা কাজে বিনা পরিশ্রমে টাকা চাইবেন, শরম লাগবে না? পরিবেশকরা বা প্রদর্শকরা হয়তো আপনাদেরকে ফ্রি টিকেট দিবে, বা আপনাদের জন্যে বিশেষ শো করবে, সেগুলি তো আলাদা কথা। কিন্তু আপনাদেরকে কেন টাকা দিবে? মশকরা পেয়েছে?।
বছরে দশটা ভাল ছবি বা লোকপ্রিয় ছবি করতে পারেন না। যাও দুই চারটা হয় সেগুলি আবার করে এফডিসির বাইরের লোকেরা। আপানদের তো শরম পাওয়ার কথা। নাকি? কাজের কাজটা করবেন না, সারা বছর ইলেকশনে লোক হাসানো ছাড়া আপনাদের কোন সংবাদও হয় না। এসেছেন টাকা চাইতে- ঐ ব্যাটারা সিনেমা বানিয়েছে, আমরা টাকা দিয়ে দেখব, আপনাকে কেন টাকা দিব?
মেহেরবানী করে সকলে মিলে সরকারকে চাপ দিন। বিদেশী সিনেমা বেশী বেশী করে আমদানি করুন। ভারতীয় সিনেমাও। পাঠান আমদানি করুন। ফারাজ আমদানি করুন। যার যেটা ইচ্ছা দেখবে। হলগুলি আবার প্রানচঞ্চল হবে। মানুষের মধ্যে সিনেমা দেখার অভ্যাস ফিরে আসবে। এর মধ্যে দিশী যারা ভাল সিনেমা বানাবে সেগুলিও লোকে দেখবে।
পঞ্চাশ বছর ধরে তো আমরা আমাদের এসডিসিওয়ালাদের প্রোটেকশন দিয়ে দেখেছি। একটা প্রাণবন্ত ইডাস্ট্রি ছিল সেটাকে মাটিতে নামিয়ে এনেছে ওরা। ভাবখানা যেন ওরা যা ট্র্যাশ তৈরি করবে সেটাই আমাদেরকে গিলতে হবে! আর কত? দিশী সব শিল্পকে ছেড়ে দিয়েছেন আন্তর্জাতিক শিল্পের সাথে টক্কর দিতে। সিনেমাকে কেন নয়?
(৪)
নিজদেরকে সারা দুনিয়ে থেকে আড়াল করে রাখবেন? দেশের দর্শকদেরকে বঞ্চিত করবেন? কেন? সারা দুনিয়ার সব দর্শক যদি পাঠান দেখতে পারে, ফারাজ দেখতে পারে আমাদের দর্শক কেন দেখবে না? আমি যদি ভারতের তৈরি বা মালয়েশিয়ার তৈরি কর্নফ্লেক্স খেতে পারি, আমেরিকায় প্রকাশিত ভারতে মুদ্রিত বই পড়তে পারি, থাইল্যান্ডের তৈরি ক্যামেরা কিনতে পারি, চীনের তৈরি রাইফেল আর কামান কিনতে পারি তাইলে ভারতের তৈরি সিনেমা কেন নয়?
আমাকে একটা ভাল যুক্তি দেখান- কেবল ঐ জায়েদ খান ওমর সানিকে মনোপলি দিতে হবে সেইটা তো কোন যুক্তি হতে পারে না।
লেখক ইমতিয়াজ মাহমুদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
- খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
লেখকের আরও লেখা-
- ভাগাভাগি করে নিয়ে ওরা বলবে ‘নারীকে দিয়েছি সর্বোচ্চ সম্মান’
- শাবি ভিসি, নারীবাদ, ফ্যাসিবাদ ও একটি কৌতুক
- ভাস্কর্য আর মূর্তির মধ্যে কি পার্থক্য?
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ