Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

জাহাঙ্গীর জয়েস 

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ ডিসেম্বর ২০২৩

এ সময় পরীক্ষা নেয়া কি খুব জরুরি? 

জাতীয় নির্বাচনের আগের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি। একটা আতংকজনক সময়। বাধ্য না হলে এ সময় কেউ কোথাও যেতে চায় না। আর সেটা যদি হয় রাজধানী ঢাকা কিংবা দূর কোনো শহর তাহলে তো কথাই নেই। সংবিধানের নাম করে গদি দখল আর গদি রক্ষার লড়াইয়ে মানুষের জানমাল পুড়ে যায়, পুড়ে যাওয়ার শংকায় পড়ে। নির্বাচন যতো ঘনিয়ে আসে অস্থিরতা ততো বাড়তে থাকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এমন একটা অবস্থা সম্পর্কে কিছুই জানে না আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল!


শিক্ষার সঙ্গে জড়িত একটি পেশায় জড়িত বলে একাধিকবার এমন দেখেছি,  যেখানে প্রায় অর্ধেক পরীক্ষার্থী থাকেন নারী। তাদের অনেকের সাথেই থাকে শিশু। যাদের বাড়িতে রেখে আসার সুযোগ নেই। এরকম একটা সময় বিশেষ করে তাদের কথা চিন্তা করেন। চিন্তা করেন দেশের প্রত্যন্ত একটা অঞ্চল থেকে নিজের শিশুকে নিয়ে যাচ্ছেন উদ্বেগ, উৎকণ্ঠাময় ওই পরিস্থিতিতে। আপনার মানসিক অবস্থা কেমন হবে?

২৩ ডিসেম্বর, ২০২৩ হতে যাচ্ছে ৪ ঘন্টার এনরোলমেন্ট(আইনজীবী তালিকাভূক্তি) লিখিত পরীক্ষা। যে পরীক্ষা অতি নিবিড় মনোযোগ দাবি করে সে পরীক্ষায় যেতে হবে ভয়, আতংক মাথায় নিয়ে! অন্যদিকে এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাঝে এতো অল্প সময় দিয়ে আর পরীক্ষা হয়েছে কিনা জানা নেই। নিকট অতীতে তো নয়-ই। ১৭ নভেম্বর, ২০২৩ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্দোলন, পরীক্ষা স্থগিতের আবেদন কোনো কিছুই তোয়াক্কা করেনি বার কাউন্সিল। পরীক্ষায় প্রায় ৬ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

শিক্ষার সঙ্গে জড়িত একটি পেশায় জড়িত বলে একাধিকবার এমন দেখেছি,  যেখানে প্রায় অর্ধেক পরীক্ষার্থী থাকেন নারী। তাদের অনেকের সাথেই থাকে শিশু। যাদের বাড়িতে রেখে আসার সুযোগ নেই। এরকম একটা সময় বিশেষ করে তাদের কথা চিন্তা করেন। চিন্তা করেন দেশের প্রত্যন্ত একটা অঞ্চল থেকে নিজের শিশুকে নিয়ে যাচ্ছেন উদ্বেগ, উৎকণ্ঠাময় ওই পরিস্থিতিতে। আপনার মানসিক অবস্থা কেমন হবে? আমার স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় এ অভিজ্ঞতা আমার হয়েছে। ৯ মাস ২৮ দিনের সন্তানকে নিয়ে যেতে হয়েছে। পরীক্ষা নয়- সব সময় ছিলো বাচ্চাকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসার উদ্বেগ, আকুলতা। 

আমাদের এখানে কারো দায় নেয়ার মাথা ব্যাথা নেই। সমস্যা হলে দায় কিন্তু আপনার। অতীত অভিজ্ঞতা হলো, নির্বাচন যতো ঘনিয়ে আসে পরিবেশ ততো জটিল হতে থাকে। তাই দুশ্চিন্তা- ২৩ ডিসেম্বর, ২০২৩ শনিবার দেড়টায় পরীক্ষা শেষ হলে রবিবারের আগে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবে তো! এ অবস্থায় পরীক্ষা নেয়া কি খুব জরুরি?


লেখক- জাহাঙ্গীর জয়েস, কবি 

  • খোলা জানালা বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। eyenews.news-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে eyenews.news আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়