Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৬ জুলাই ২০২০

সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১২

আইফোন ১২ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে এই সিরিজের ফোনের সঙ্গে চার্জার ও এয়ারপডস নাও দিতে পারে অ্যাপল। এবার আইফোনে ফাইভজি কানেক্টিভিটি থাকবে বলেও জানা গেছে।

আইহ্যাকটু প্রো নামে একজন টিপ্সটার জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর একটি অনলাইন লঞ্চ ইভেন্টে বাজারে আসবে আইফোন ১২।

ম্যাকরুমারসের রিপোর্টে আরও দাবি করা হয়েছে আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।

ম্যাকরুমারসের অ্যানালিস্ট জেফ পিইউ কয়দিন আগে জানিয়েছিলেন আইফোন ১২ এর দাম। ধারনা করা হচ্ছে গত বছর  লঞ্চ করা আইফোন ১১ এর থেকে এর দাম ৫০ ডলার বেশি হতে পারে।  তিনি জানান আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার।

ফাইভ জি ওলিড ডিসপ্লে দেওয়ার কারণেই আইফোন ১২ এর দাম বাড়বে। আইফোন ১১ এলসিডি স্ক্রিনের সঙ্গে এসেছিল, যার দাম কম। যদিও আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে ওলিড ডিসপ্লে ছিল।

এদিকে টিপ্সটার দাবি করেছে ৮ সেপ্টেম্বরের ওই ইভেন্টে কোম্পানি আইফোন ১২ ছাড়াও আরোও কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করবে। টিপ্সটার এই টুইটে অ্যাপল গ্লাসের কথা জানিয়েছে। এই রিয়ালিটি গ্লাস নিয়ে ইতিমধ্যেই মার্কেটে চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে এর দাম ও সামনে এসেছিল। অ্যাপল গ্লাস এর দাম ৪৯৯ ডলার হতে পারে। এই গ্লাস আপনার আইফোনের স্ক্রিনকে চোখের সামনে নিয়ে আসবে।

আইনিউজ/টিএ

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়