নিউজ ডেস্ক
সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১২

আইফোন ১২ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে এই সিরিজের ফোনের সঙ্গে চার্জার ও এয়ারপডস নাও দিতে পারে অ্যাপল। এবার আইফোনে ফাইভজি কানেক্টিভিটি থাকবে বলেও জানা গেছে।
আইহ্যাকটু প্রো নামে একজন টিপ্সটার জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর একটি অনলাইন লঞ্চ ইভেন্টে বাজারে আসবে আইফোন ১২।
ম্যাকরুমারসের রিপোর্টে আরও দাবি করা হয়েছে আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।
ম্যাকরুমারসের অ্যানালিস্ট জেফ পিইউ কয়দিন আগে জানিয়েছিলেন আইফোন ১২ এর দাম। ধারনা করা হচ্ছে গত বছর লঞ্চ করা আইফোন ১১ এর থেকে এর দাম ৫০ ডলার বেশি হতে পারে। তিনি জানান আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার।
ফাইভ জি ওলিড ডিসপ্লে দেওয়ার কারণেই আইফোন ১২ এর দাম বাড়বে। আইফোন ১১ এলসিডি স্ক্রিনের সঙ্গে এসেছিল, যার দাম কম। যদিও আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে ওলিড ডিসপ্লে ছিল।
এদিকে টিপ্সটার দাবি করেছে ৮ সেপ্টেম্বরের ওই ইভেন্টে কোম্পানি আইফোন ১২ ছাড়াও আরোও কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করবে। টিপ্সটার এই টুইটে অ্যাপল গ্লাসের কথা জানিয়েছে। এই রিয়ালিটি গ্লাস নিয়ে ইতিমধ্যেই মার্কেটে চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে এর দাম ও সামনে এসেছিল। অ্যাপল গ্লাস এর দাম ৪৯৯ ডলার হতে পারে। এই গ্লাস আপনার আইফোনের স্ক্রিনকে চোখের সামনে নিয়ে আসবে।
আইনিউজ/টিএ
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- ছবি আঁকা পাগল লোকটি
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের