নিজস্ব প্রতিবেদক
ছেলের স্পিন ঘূর্ণিতে মা ‘আউট’-ভাইরাল নেট দুনিয়ায়

মাকে আউট করার পর ছেলে ইয়মিনের বাঁধভাঙা আনন্দ উদযাপন।
সম্প্রতি একটি ছবি একটি ছবি ভাইরাল হয়েছে। মাইনুল ইসলামের তোলা ছবিতে দেখা যায়, ব্যাটিং মাকে আউট করে ছেলের বাঁধভাঙা আনন্দ উদযাপন করতে। যা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ছবির ছেলেটির নাম শেখ ইয়ামিন। মাদ্রাসা পড়ুয়া এ ছেলে একটি ক্রিকেট একাডেমির ছাত্র। তার ক্রিকেট প্রাক্টিস হয় পল্টন ময়দানে। কিন্তু মা ঝর্ণা আক্তার, ছেলেকে সাথে নিয়ে মাঠে এসে দেখে কোচ এবং অন্যান্য সতীর্থরা তখনও প্র্যাক্টিস মাঠে এসে পৌঁছেনি। মা লেগে যান ছেলেকে ওয়ার্ম আপ করতে। তিনি উইকেটে দাঁড়িয়ে যান ছেলের স্পিন বলের মুখোমুখি হতে। কিন্তু ছেলের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতে না পেরে মা আউট হয়ে গেলে ছেলের বাঁধভাঙ্গা আনন্দ দেখে কে!
এদিকে ভাইরাল এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন নানান প্রতিক্রিয়া দেখিয়েছেন। জাহেদ আহমেদ চৌধুরী নামের একজন লিখেছেন, এটা এ বছরের সবচেয়ে সেরা ছবি। মুহাইমুন আহমেদ ইমন নামের একজন লিখেছেন তাইতো ক্রিকেট এত সুন্দর!
জিএম ইমরান হোসেন/ আইনিউজ
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- ছবি আঁকা পাগল লোকটি
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের