Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১২ সেপ্টেম্বর ২০২০

ছেলের স্পিন ঘূর্ণিতে মা ‌‘আউট’-ভাইরাল নেট দুনিয়ায়

মাকে আউট করার পর ছেলে ইয়মিনের বাঁধভাঙা আনন্দ উদযাপন।

মাকে আউট করার পর ছেলে ইয়মিনের বাঁধভাঙা আনন্দ উদযাপন।

সম্প্রতি একটি ছবি একটি ছবি ভাইরাল হয়েছে। মাইনুল ইসলামের তোলা ছবিতে দেখা যায়, ব্যাটিং মাকে আউট করে ছেলের বাঁধভাঙা আনন্দ উদযাপন করতে। যা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।   

ছবির ছেলেটির নাম শেখ ইয়ামিন।  মাদ্রাসা পড়ুয়া এ ছেলে একটি ক্রিকেট একাডেমির ছাত্র। তার ক্রিকেট প্রাক্টিস হয় পল্টন ময়দানে। কিন্তু মা ঝর্ণা আক্তার, ছেলেকে সাথে নিয়ে মাঠে এসে দেখে কোচ এবং অন্যান্য সতীর্থরা তখনও প্র্যাক্টিস মাঠে এসে পৌঁছেনি। মা লেগে যান ছেলেকে ওয়ার্ম আপ করতে। তিনি উইকেটে দাঁড়িয়ে যান ছেলের স্পিন বলের মুখোমুখি হতে। কিন্তু ছেলের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতে না পেরে মা আউট হয়ে গেলে ছেলের বাঁধভাঙ্গা আনন্দ দেখে কে!

এদিকে ভাইরাল এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নজন নানান প্রতিক্রিয়া দেখিয়েছেন। জাহেদ আহমেদ চৌধুরী নামের একজন লিখেছেন, এটা এ বছরের সবচেয়ে সেরা ছবি। মুহাইমুন আহমেদ ইমন নামের একজন লিখেছেন তাইতো ক্রিকেট এত সুন্দর!

জিএম ইমরান হোসেন/ আইনিউজ

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়