ইমরানুল আলম
প্রকাশিত: ২০:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২০
যে কথা হয় না বলা
আজকে ২৭ সেপ্টেম্বর, Tour Group BD এর জন্মদিন। ২০০৯ সালের ঠিক এই দিনেই বন্ধু-বান্ধবরা মিলে ঘোরাঘুরির জন্য করা এই গ্রুপ আজকে ১১ বছর পূর্ণ করে ১২ বছরে প্রবেশ করলো।
যখন মজা করে এই গ্রুপ করেছিলাম, তখন ঘুণাক্ষরেও চিন্তায়ও করিনি এই নামই একদিন আমাদের মূল পেশার কেন্দ্রবিন্দু হয়ে যাবে।
২০১৪ সালে যখন চিন্তা করলাম এই সেক্টরে ক্যারিয়ার গড়বো, তখনই আগে মার্কেট রিসার্চ করলাম। দেখলাম যে এই সেক্টরে আর যাই হোক, খুব আপন বলতে হয়তো কেউ হবে না; বেশিরভাগই হবে সুসময়ের অতিথি! এখানে সবাই দেখলাম নিজেদের বেশ অভিজ্ঞ মনে করে, সেই সাথে নতুন কারো আগমন খুব একটা ভালো চোখে দেখে না। আর সেই সাথে কোন প্রকার অনুপ্রেরণা তো অনেক দূরের বিষয়, শুরুতে অনেক কটাক্ষ আর ডিমোটিভেশনের মধ্য দিয়েই যেতে হবে।
সেদিনই নিজেরা মিলে পরিকল্পনা করলাম যে এই সেক্টরে আমরা আমাদের নিজেদের একটা ধারায় কাজ করবো, কারো কটাক্ষ কিংবা নেতিবাচক কথায় কান দিবো না। যদি দু'চার জন অনুপ্রেরণা দেয়ার লোক পাওয়া যায়, তাদের কাছ থেকে ওইটুক অনুপ্রেরণা শুধু ছেঁকে নিয়ে নিবো। সেই সাথে আমাদের নিজেদের একটা পরিবার বানাবো, নিজেদের একটা জগৎ তৈরি করবো। কারো সাথে দেয়ালে পিঠ ঠ্যাকে যাওয়ার আগে কোন ঝামেলা-বিতর্কে যাবো না। আমাদের মূল ফোকাস হবে "সার্ভিস" আর "কমিটম্যান্ট" কেন্দ্রিক; যেহেতু দিন শেষে এই সেক্টরে একমাত্র সার্ভিসই টিকে থাকার মূল মন্ত্র। আর আমরা হবো এই সেক্টরে শতভাগ প্রফেশনাল।
সেই থেকেই প্রফেশনালি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় ১১০০০ মানুষ আমাদের সাথে সরাসরি ভ্রমণ করেছে, ৮৫০ থেকে ৯০০ এর মতন ট্রিপ হয়েছে টিজিবি থেকে। এছাড়া আমাদের অনেকগুলো স্থাপনাও হয়েছে এই কয়েক বছরে দেশের কয়েক যায়গায়, যেখানে লক্ষাধিক মানুষ আমাদের সেবা নিয়েছে।
সব মিলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
এই সেক্টরে এসে অনেকের কটাক্ষ শুনেছি, অনেক বাজে কথা শুনেছি, মাঝে মাঝে হতাশও হয়েছি। আবার অনেকের অনুপ্রেরণাও পেয়েছি, সাপোর্ট পেয়েছি; আবার মানসিকভাবে চাঙ্গা হয়ে ঘুরে দাড়িয়েছি।
এখন আমরা কিছুটা পুরাতন হয়েছি, নতুন যারা এই সেক্টরে এসেছে বা আসছে তাদেরকে আমাদের দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট দেয়ার চেষ্টা করেছি; এখনও করছি।
এই দিনটা আমাদের জন্য একটা ইমোশনাল দিন, অনেক চড়াই-উতরাই এর কথা মনে পড়ে যায়। অনেক না বলা কথা মনে চলে আসে যেগুলো হয়তো আর কখনোই বলাও হবে না অনেকের দিকে চিন্তা করে। অনেকগুলো চেহারা মনে পড়ে যায় যাদের কাছ থেকে শুরুর দিনগুলোতে অনেক কটাক্ষ শুনেছি বা আমাদেরকে বিপদে ফেলার সুযোগ খুঁজেছেন; আবার এরাই এক সময় আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের কাছের লোকজনজেই আমাদের সাথে ট্রিপে পাঠিয়েছেন। অনেকেই হয়তো এখনো সুযোগের অপেক্ষায় আছেন টিজিবির কোন একটা ক্ষুদ্র ভুল খুঁজে আমাদেরকে বিপদে ফেলার।
অনেক দেখেছি, অনেক শিখেছি, অনেক বুঝেছি এই কয় বছরে।
সব মিলে দিন শেষে একটা জিনিসই অনুভব করেছি, প্রতিটি সেক্টরেই তার নিজের কাজটাই তার টিকে থাকার বা ভালো করার একমাত্র উপায়। এছাড়া দিনশেষে আর কেউই নেই, কিছুই নেই। একেবারে ফাঁকা- শূন্য সব।
কতটুকু সফল সেটা আপনারা যারা টিজিবির সাথে কানেক্টেড বা আমাদেরকে দেখছেন, তারা ভালো বলতে পারবেন।
তবে আমরা আপনাদের মত একটা পরিবার পেয়ে তৃপ্ত।
ইমরানুল আলম, প্রতিষ্ঠাতা ট্যুর গ্রুপ বিডি
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার
সর্বশেষ
জনপ্রিয়