নিজস্ব প্রতিবেদক
নারী সহিংসতার বিরুদ্ধে মাশরাফীর পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া
মাশরাফি বিন মুর্ত্তজা ও তার পোস্ট
দেশব্যাপী ঘটা নারী সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই। যার মধ্যে একজন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।
বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নারী নির্যাতনের ব্যাপারে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন-
‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’
অধিনায়কের সেই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। যার মধ্যে রয়েছে ইতিবাচক-নেতিবাচক দুই ধরণের প্রতিক্রিয়াই। এখানে তুলে ধরা হলো সেই পোস্টে মাশরাফি ভক্তদের কিছু মন্তব্য-
মিল্টন বাইন নামে এক ভক্ত লিখেছেন, 'ভাই, আসলেই সবার আগে মানুষিকতা পরিবর্তন করা জরুরি। আপনি অলওয়েজ অন্যরকম সবার থেকে। ভালোবাসা বেড়ে যাচ্ছে দিন দিন আপনার প্রতি,,, ভালো থাকবেন'।
সোনিয়া সেলিম নামে একজন বলেছেন, 'সুন্দর বলেছেন BOSS. প্রত্যেক টা মানুষ যদি নিজে থেকে মানসিকতা না বদলায় তাহলে পরিবর্তন আসবেনা। ভালোবাসা আর শ্রদ্ধা অবিরাম প্রিয় ম্যাশ বস।'
আরাফাত রহমান নামে একজন বলেছেন, 'সমস্যাটা মগজেই। মানসিকতায়। আইন প্রয়োগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। আমরা আশা করবো জাতীয় সংসদে এ বিষয় নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশ সরকার নতুন আই জারি করে এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। ধন্যবাদ জনগণের অধিনায়ক।'
সাগর চৌধুরী নামে একজন বলেন, 'দেশ যেহেতু সকলের তাই সকলের এক হয়ে ঠিক ১৯৭১ সালের মতোই সকলকে জেগে উঠতে হবে, সুষ্ঠু অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য।'
আসিফ হাসান বলেছেন, ' ক্যাপ্টেন আপনি এখন জনগণের অধিনায়ক, যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ একজন সদস্য আপনি চাইবো বিষয়টা নিয়ে সংসদে কথা বলবেন।'
উসাম রহমান বলেছেন, 'ধন্যবাদ এইভাবে চিন্তা করার জন্য। আপনি একজন সংসদ সদস্য,আপনিই পারবেন সংসদে কঠিন আইন পাশ করার প্রস্তাব দিতে,আশা করছি দেশের প্রত্যকটা মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি আপনার অবস্হান থেকে সর্বোচ্চটা চেষ্টা করবেন।'
চৌধুরী সহিদুল ইসলাম রাফি বলেছেন, 'সত্যি অসাধারণ বলছেন ভাইয়া। বিক্রিত মানুষিকতার লোক গুলোই এ কাজ করে আর মেয়েদের পোশাক নিয়ে বিভিন্ন সমালোচনা করতেছে। নিজের বাসায় টিশার্ট পড়া মেয়েটির দিকে তো ওইভাবে তাকায় না যেভাবে অন্য নারী বোরকা পড়ে বের হলেও তাকে ১০দশটা কথা শুনতে হয়। সমস্যা টা ওই ব্যক্তির চরিত্রে। আর নোংরা আংগুল তোলে অপরের দিকে!'
মাশরাফি রানা বলেছেন, 'সঠিক বলেছেন বস। কিছু মানুষ রূপি অমানুষ রযেছে যার জন্য দেশটা আজ কালো অন্ধকারে পড়ে যাচ্ছে। জানি না বস এই অবস্থা থেকে কবে মুক্তি পাব।'
দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই ঘটে চলেছে নারীদের প্রতি সহিংসতা। এই সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কোথাও হচ্ছে মানববন্ধন, কোথাও বা সড়ক অবরোধ। নারী-পুরুষ প্রত্যেকের দাবি একটাই ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা। এখন দেখার বিষয়, এই সকল ঘটনায় সরকারের পদক্ষেপ কি হয়।
আইনিউজ/এসডিপি
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার