ডা. মৌমিতা তৃষা
আহারে, সাধের পদ্মা সেতু
মার্চ, ২০১৭। জীবনে প্রথমবারের মতো খুলনা থেকে মৌলভীবাজার যাচ্ছি। রনির সাথে। আমার প্রথম লঞ্চ যাত্রা। তীব্র স্রোত সেদিন। পথের মধ্যে লঞ্চ ভীষণভাবে দোলা শুরু করলো। আমি সাঁতার জানিনা। বসা সব যাত্রী উঠে দাঁড়িয়ে গেছে। আমি রীতিমতো কাঁদছি। ভাবছি, আমার বাসায় যাওয়া বুঝি আর হলো না! মাকে দেখা আর হলো না! রনি খানিক অভ্যস্ত। সাঁতার পারে। আমার হাত শক্ত করে ধরে বলছে, লঞ্চ ডুবলে আমাকে না টেনে ধরে থাকবা। আমি নিয়ে যাবো।
আমার প্রথম লঞ্চ যাত্রা। তীব্র স্রোত সেদিন। পথের মধ্যে লঞ্চ ভীষণভাবে দোলা শুরু করলো। আমি সাঁতার জানিনা। বসা সব যাত্রী উঠে দাঁড়িয়ে গেছে। আমি রীতিমতো কাঁদছি। ভাবছি, আমার বাসায় যাওয়া বুঝি আর হলো না!
তারপর জুলাই, ২০১৯ থেকে শুরু হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাওয়া-আসা। আমি দিন দুয়েক ছুটিছাটা পেলেই দৌড় দেই খুলনায়। একা। প্রতিবার জীবন হাতে নিয়ে ছুটে চলা। আমি যেদিন যাওয়া-আসা করি সেদিন বিকেলে নদী পার না হওয়া পর্যন্ত রনি ঘুমায় না। নদী পার হবার পর তিনটি ফোন আসে আমার কাছে। একটা বাপির, একটা মার, আর একটা রনির। আমার এক জার্নিতে রনি, মা, বাপি তিনটা মানুষ পুরোটা সময় চিন্তায় থাকে। চতুর্থ ফোন যেনো না আসে তাই আমার মাকে জানাই-ই না। পৌঁছে বলি, আমি চলে আসছি, মা।
আহারে, সাধের পদ্মা সেতু। যানবাহন চলাচল শুরু হতে হয়তো ২০২২ হয়ে যাবে। তাও। কতটা বছর ধরে অপেক্ষা করে আছি! এটা আমার মত অনেকের জন্যেই শুধু একটা সেতু না। ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী।
আহারে, সাধের পদ্মা সেতু। যানবাহন চলাচল শুরু হতে হয়তো ২০২২ হয়ে যাবে। তাও। কতটা বছর ধরে অপেক্ষা করে আছি!
আইনিউজ/এইচকে
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার