সোশ্যাল মিডিয়া ডেস্ক
আপডেট: ১১:১৯, ২০ মে ২০২১
‘মারামারি করবেন তো খবর আছে, এইবার কোনো পিরিত হবে না’
নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এবার কিন্তু কোনো পিরিত হবে না।
মঙ্গলবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে নদীভাঙন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান মাশরাফি। সেখানে মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
সেসময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যাতে দেখা যায় গ্রামের মানুষকে গ্রামের ভাষাতেই বুঝিয়েছেন।
মাশরাফি বলেন, এই এলাকায় আসলাম পুরো রাস্তাটাই ছিল খারাপ। এখন পর্যন্ত কারো মুখে শুনলাম না যে ভাই আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন। আসার পথে বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী নারী পা ধরে অনুরোধ করলেন, বাবা, আমাদের এই রাস্তাটা একটু ঠিক করে দেন।
তিনি বলেন, ‘কার ইন্ধনে করছেন? তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়? এই ধরেন! আমার কথায় আপনারা এইগুলো করতেছেন, ধইরে নিলাম আমি আপনাকে খাইতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা! আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন!
মাশরাফি বলেন, ‘ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি। অমুক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন। মাইরে দিয়ে এসে আপনার কী হলো, আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়ছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না?’
তিনি আরো বলেন, মারামারি করবেন তো খবর আছে। কেউ মারামারি করবেন না, এইবার কিন্তু কোনো পিরিত হবে না।
ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ইতনা ইউনিয়নের দুর্গম পাংখারচর গ্রামের চলমান বিরোধে হত্যাসহ ২২টি মামলা ছিল। দেড় বছর আগে এসব মামলা মীমাংসা হলেও দেড় মাস পর থেকে আবার বিরোধের সৃষ্টি হয়। এবার এমপি মাশরাফি বিন মোর্ত্তজার উপস্থিতিতে মীমাংসা করা হলো। এখন থেকে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করবে বলে আশা করি।
আইনিউজ/এসডিপি
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার