আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:৫২, ৫ জুন ২০২১
ফেসবুকে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। চলতি বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সেই মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক বিভাগের ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগ। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড আমাদের নীতিগুলোকে কঠোরভাবে লঙ্ঘন করেছে, যা নতুন প্রোটোকলের আওতায় সর্বোচ্চ শাস্তিযোগ্য।
নিক ক্লেগ একটি বিবৃতিতে জানিয়েছেন, যে ঘটনার জন্য ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়েছে, সেই ‘ঘটনার গুরুত্ব’ বিবেচনা করে স্পষ্ট হয়েছে যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া সংস্থার নিয়ম লঙ্ঘন করেছেন। সেজন্য দু'বছরের জন্য ট্রাম্পকে নিষিদ্ধ করা হচ্ছে। ৭ জানুয়ারি থেকেই সেই নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকরী হবে।
ফেসবুকের এই কর্মকর্তা বলেন, আমরা দুই বছরের জন্য তার (ট্রাম্প) অ্যাকাউন্ট স্থগিত করছি, যা চলতি বছরের ৭ জানুয়ারি প্রাথমিকভাবে স্থগিতের তারিখ থেকে কার্যকর হয়েছে।
এ নিয়ে ছয় মাসের মধ্যে অন্য ব্যবহারকারীদের ওপর প্রয়োগ করা নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আনুপাতিক প্রতিক্রিয়া নির্ধারণ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা নিতে ফেসবুককে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানায় বোর্ড।
আইনিউজ/এসডি
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার