সৈয়দ তাওসিফ মোনাওয়ার
আপডেট: ২৩:১৫, ১১ নভেম্বর ২০২১
অস্ট্রেলিয়ার কাছে অনেক কিছুই শিখতে পারে বাংলাদেশ
স্টিভ স্মিথের সঙ্গে সৈয়দ তাওসিফ মোনাওয়ার
টেম্পারিং স্ক্যান্ডালের পর স্টিভ স্মিথ ও তার সতীর্থরা নিজেদের ভুল বুঝতে পারেন। নিষিদ্ধ হওয়া স্টিভ নিজের যোগ্যতা প্রমাণ করে আবারও ফিরে আসেন দলে।
স্টিভ স্মিথের সঙ্গে আমার দেখা হয় গত বছর। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যামাজন প্রাইমের 'দ্য টেস্ট: অ্যা নিউ এরা ফর অস্ট্রেলিয়া'স টিম' এর উন্মোচন অনুষ্ঠানের জমকালো আয়োজনে অংশ নিয়েছিল পুরো দল।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচে বল-টেম্পারিংয়ের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব হারিয়ে নিষিদ্ধ হন স্টিভ স্মিথ। অধিনায়ক হন টিম পেইন, কোচের দায়িত্বে আসেন সাবেক অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। এরপরের গল্পটা পরিবর্তনের।
ক্রিকেটপ্রেমী এই দেশটির সমর্থকরাও বল-টেম্পারিংয়ের পর ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। সে কারণে পরের দেড়বছরে অনেক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। 'দ্য টেস্ট' সিরিজে উঠে এসেছে সেই গল্প।
আজকের খেলায় অস্ট্রেলিয়া জিতুক কিংবা না জিতুক, অন্তত তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর কেমন করে মানসিক চাপ আর সমালোচনাকে পেছনে ফেলে আবারও খেলায় ফেরা যায়, আবারও পারফর্ম করা যায়— সেদিকেই মন দেয়া উচিত।
টেম্পারিং স্ক্যান্ডালের পর স্টিভ স্মিথ ও তার সতীর্থরা নিজেদের ভুল বুঝতে পারেন। নিষিদ্ধ হওয়া স্টিভ নিজের যোগ্যতা প্রমাণ করে আবারও ফিরে আসেন দলে।
আজকের খেলায় অস্ট্রেলিয়া জিতুক কিংবা না জিতুক, অন্তত তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর কেমন করে মানসিক চাপ আর সমালোচনাকে পেছনে ফেলে আবারও খেলায় ফেরা যায়, আবারও পারফর্ম করা যায়— সেদিকেই মন দেয়া উচিত।
স্বপ্ন দেখি, একদিন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখব— যেখানে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে বাংলাদেশ!
সৈয়দ তাওসিফ মোনাওয়ার, সাংবাদিক
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের
- সেই রিকশাচালকের চোখের পানি আনন্দাশ্রুতে পরিণত করলেন এক তরুণ ব্যারিস্টার