অন্তু দেব
ছবি আঁকা পাগল লোকটি
এক মনে ছবি আঁকায় মগ্ন হয়ে আছে পাগলটি। ছবি- অন্তু দেব
আজকে পুরান ঢাকায় যাওয়ার পথে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলাম সময় হঠাৎ চোখে পড়ল ফুটওভার এর পাশে একটা পাগল লোক বসে আছে। পাগল বলতে আমরা যেমন পাগল বুঝি সেও তেমনি। তবে তাঁর আরেকটা গুণ আছে। যা তাঁর কাছে গেলে বুঝতে পারি।
পাগলটার কাছে গিয়ে দেখি সে একমনে ছবি আঁকছে। কার ছবি আঁকছে কিছু নির্দিষ্ট না। একটা অপরিচিত চেহারার কিছু হয়তো আঁকছে; কিন্তু খুব মন দিয়ে সেটা করছে। দেখলাম তাঁর কাছে ছবি আঁকার মতো একটি পেন্সিল, একটি কলম আর কয়েকটুকরো কাগজও আছে।
পাগলটার আরও কাছে গিয়ে খেয়াল করলাম তাঁর গায়ের জামার বেশিরভাগটাই আঁকাআঁকিতে ভরা। বিভিন্ন ধরনের মুখাবয়ব সে এঁকে রেখেছে তাঁর কাপড়চোপড়ে। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম, ভাই কার ছবি আঁকেন? কিছুক্ষণ কোনো কথা না বলে পরে উত্তর দিলো- নিজের ছবি আঁকি। বেশ স্বাভাবিক গলায় উত্তর দিলো। শুনে বুঝা মুশকিল সে পাগল লোক। কথা শুনে আনন্দ পেলাম মনে মনে। বললাম- আপনার একটা ছবি তুলতে পারি কি?
পাগলটা না করে দিলো। বললো ১০ টাকা দিতে হবে। আমি 'ঠিকাছে ১০ টাকা দিব' বলে ঝটপট কিছু ছবি তোললাম পাগলটার।
পাগলটার সাথে টুকটাক কথাও হলো ছবি তুলতে তুলতে। কিন্তু তাঁর বেশিরভাগ কথাই অসংলগ্ন। তবে মাঝে মাঝে যা বুঝলাম সে বলছে- এই শহরের কত যায়গায় যে ছবি আঁকলাম ভাই। অনেকে আমাকে দিয়ে ছবি আঁকিয়ে নিয়েছে টাকা দেয়নি; কেউ তো এখন ভাত খাওয়ার জন্যও এক টাকা দিতে চায় না। তাই কারো ছবি না এঁকে নিজের ছবিই আঁকি। দেখেন, আমার সারা শরীরে ছবি আঁকা?
চেয়ে দেখলাম তাঁর প্যান্ট, গেঞ্জি এবং গলায় ঝুলানো গামছাতেও আঁকা আছে নানাকিছু। পাগলটার গুণ দেখে মুগ্ধ হলাম। তাঁকে পাগল বলতেও নিজের কাছে দ্বিধা বোধ হচ্ছিলো। এতো প্রতিভাবান কাউকে কীভাবে পাগল বলা যায়? পাগল হলে কেউ কী সুন্দর করে ছবি আঁকতে পারে?
এরকম অনেক প্রতিভাবান পাগল হয়তো আছে রাস্তাঘাটে। এমন মেধা স্থান পেতে পারতো বইয়ের কোন পাতায়ও। কিন্তু কোনো এক কারণে হয়তো তা হয়ে উঠে নি। পরিবর্তে মেধার হয়েছে রাস্তার ফুটওভার ব্রিজে। তার প্রতিভার স্থান আর্ট পেপার বা ক্যানভাসের বদলে হয়েছে তার ছেঁড়া প্যান্ট, গেঞ্জি,গামছা এবং অব্যাবহৃত কাগজের টুকরোতে।
আসার সময় পাগলটার ছবি তুলছিলাম আর নিজের মনে ভাবছিলাম পাগলের ছবি পাগলে তোলে, সমাজে ভালো মানুষরূপী পাগলদের ছবি কে তোলে? প্রশ্নটা মাথায় নিয়েই পাগলকে রেখে আপনা পথে বাড়ালাম আমি।
লিখেছেন- অন্তু দেব শিক্ষার্থী, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ঢাকা।
- ঢাকার হানিফ, চট্টগ্রামের মহিউদ্দিন, সিলেটের ছিলেন কামরান
- নৌযান দুর্ঘটনায় পরিবারকে হারানো সেই মিমের দায়িত্ব নিলেন ব্যারিস্টার আহসান হাবীব
- ছেলেকে উচ্চশিক্ষিত বানাতে চা শ্রমিক মায়ের অদম্য যুদ্ধের গল্প
- পুলিশের চোখের জলে উন্মোচন হল জোড়া খুনের রহস্য
- পুলিশ কর্মকর্তার ডায়েরি-২
জাদরেল বাবার দুই মেয়ে অপহরণের নাটকীয় কাহিনী - গ্রামের কবরে ঠাঁই দিতে এক করোনাযোদ্ধার আর্তি
- রোজাদার রিকশাওয়ালাকে মারতে মারতে অজ্ঞান করলেন প্রভাবশালী পথচারী
- হাসি ভরা মুখ নিয়ে ভাইরাল কানাডার যুবক
- ছবি আঁকা পাগল লোকটি
- কষ্ট লাঘবকারি চিকিৎসার আকুতি চিকিৎসকের