স্পোর্টস ডেস্ক, আইনিউজ
আপডেট: ১৪:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২২
ফাইনালে পাকিস্তান হারায় আফগানিস্তানে ব্যাপক উল্লাস
![একটি ম্যাচের পর আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে একটি ম্যাচের পর আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে](https://www.eyenews.news/media/imgAll/2021April/পাকিস্তান-হারায়-আফগানিস্তানে-ব্যাপক-উল্লাস-eyenews-2209121450.jpg)
একটি ম্যাচের পর আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে
এশিয়া কাপ ২০২২ এর ফাইনাল হয়ে গেলো গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে। শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে শ্রীলংকা। পাকিস্তানীদের ফাইনালে হারে বাংলাদেশ, ভারতসহ বেশ উত্তেজনা আর প্রভাব দেখা গেছে আরেক মুসলিম রাষ্ট্র আফগানিস্তানেও। পাকিস্তান হারায় দেশটিতে উল্লাস করতে দেখা গেছে।
এশিয়া কাপের রুদ্ধশ্বাস একটি ম্যাচের পর আফগানিস্তান ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এসে ঠেকেছে তলানিতে। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। সুপার ফোরের ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হওয়ার পর আফগান সমর্থকরা হামলে পড়েন পাকিস্তানি সমর্থকদের ওপর। সেই রেশ ছড়িয়েছে বোর্ড কর্তা থেকে শুরু করে সাবেক ক্রিকেটার পর্যন্ত।
আফগান ক্রিকেট সমর্থকদের কাছে এখন বড় শত্রু পাকিস্তান। পাকিস্তানের হারে তাই উল্লাস হয় আফগানিস্তানের রাস্তায়। রবিবার রাতে ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারের পর আনন্দ উদযপান করেছেন আফগান সমর্থকরা। যে ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তান হারতেই কাবুলের রাস্তায় নেমে রাতেই উল্লাস করতে দেখা যায় সাধারণ আফগান ক্রিকেটপ্রেমীদের। আফগানদের উল্লাসের ভিডিও টুইট করেন শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দারি।
তিনি টুইট করে লেখেন, ‘বিশ্বজুড়ে আফগানরা শ্রীলঙ্কার দুর্দান্ত জয় উদযাপন করছে। এটি খোস্তের একটি দৃশ্য মাত্র। অসহিষ্ণুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং বৈচিত্র্য, গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতীক খেলা। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’
শুধু তাই নয়। আফগান সমর্থকদের অনেকে টুইট করে এশিয়া কাপ ফাইনালে হারের জন্য পাকিস্তানকে খোঁচা মেরেছেন এবং জয়ের জন্য শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন। গুলাম আশরাফ নামক এক আফগান টুইট করে লেখেন, ‘শ্রীলঙ্কাকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের খুশি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কার এই জয় উদযাপন করছে আফগানিস্তান।’
এমআর খান নামক এক আফগান টুইটার ব্যবহারকারী পাকিস্তানের ফিল্ডিং নিয়ে খোঁচা মেরে ভানুকা রাজাপাকসের ক্যাচ ছাড়ার মুহূর্তের ছবি পোস্ট করেন। মিলানা নামর নামে একজন লেখেন, ‘পাকিস্তানের পতনই আমার আনন্দের কারণ।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা