নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০১, ৮ অক্টোবর ২০২২
বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের বড় ধাক্কা, আনন্দবাজারের প্রতিবেদন
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Bangladesh-Cricket-2210071341.jpg)
পাকিস্তানের কাছে হেরে বাংলাওয়াশ ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আর এই হারকে বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের বড় ধাক্কা হিসেবে দেখছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
গণমাধ্যমটি বলছে- টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দফার প্রস্তুতির শুরুটা ভাল হল না বাংলাদেশের। তাদের শিরোনাম- ‘বিশ্বকাপের শেষ দফার প্রস্তুতিতে বড় ধাক্কা, বাবরের পাকিস্তানের কাছে হার শাকিবহীন বাংলাদেশের’। উপ-শিরোনামে তারা বলছে- ‘অধিনায়ক শাকিব আল হাসান জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন। কিন্তু বিশ্বকাপের শেষ দফার প্রস্তুতির শুরুটা ভাল হল না শাকিবদের। পাকিস্তানের কাছে হারলেন তাঁরা।’
-
আরও পড়ুন : ডিয়াগো ম্যারাডোনা
এদিকে বাংলাদেশের বাংলাট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে- ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সেটির যথেষ্ট কারণও আছে। বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ায়, সেখানকার সঙ্গে কন্ডিশনের অনেকটাই মিল আছে নিউজিল্যান্ডের। বাংলাদেশ দল তাই এই সিরিজে করেছে পাখির চোখ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হলো না। হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ।’
দৈনিক প্রথম আলো যুৎসই শিরোনাম করেছে। তাদের শিরোনাম- ‘টি-টোয়েন্টিতে নিজেদের ‘ব্র্যান্ডে’র ব্যাটিং করল বাংলাদেশ’। বাংলাদেশের হারের এ চিত্রকে নিজেদের ব্র্যান্ড বলছে পত্রিকাটি।
প্রথম আলো বলছে- ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটিং বোঝাতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হতে পারে ‘মডেল’ উদাহরণ।
পাকিস্তান আগে ব্যাট করে তুলেছে ৫ উইকেটে ১৬৭। ওভারপ্রতি গড়ে ৮ রানের একটু বেশি লক্ষ্য। সে লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ইনিংসকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ১০ ওভারে উঠেছে ২ উইকেটে ৬৪। অর্থাৎ জয়ের জন্য শেষ ১০ ওভারের দরকার ১০৪।
ম্যাচটা যাঁরা দেখেছেন কিংবা ফলটা জানেন, প্রশ্নটা তাঁদের প্রতি নয়। যাঁরা দেখেননি তাঁদের কাছে যদি জানতে চাওয়া হয়, এখান থেকে বাংলাদেশ কি ম্যাচটা জিততে পেরেছে?
উত্তর দেওয়ার আগে কেউ কেউ বলতে পারেন, এ নতুন কী! টি-টোয়েন্টিতে এ তো চিরায়ত বাংলাদেশ। প্রতিপক্ষের রান দেড় শ-র ওপাশে গেলে তাড়া করতে নেমে কাঁপাকাঁপি শুরু হয়। পাওয়ারপ্লেতে উইকেট পড়বে, আর সেই চাপ কাটাতে প্রথম ১০ ওভারে ব্যাটিং হবে ওয়ানডে ধাঁচে।
তারপর শেষ ১০ ওভারে মেরেকেটে যতটুকু এগোনো যায়, কিংবা অলআউট! সেই পথে লক্ষ্য হাতছাড়া হলেও সমস্যা নেই, ম্যাচ কিংবা সিরিজ শেষে ‘শিক্ষা সফর’-এর বয়ান তো তৈরি-ই থাকে! আর সমর্থকেরাও সেসব শুনে খানিকটা গালমন্দ কিংবা হতাশ হয়ে কয়েক দিন পর সব ভুলে যান। প্রস্তুতি নেন নতুন সিরিজের। তারপর আবারও যা তা–ই!
ব্যতিক্রম? টি-টোয়েন্টিতে অন্তত কালেভদ্রে।
আরও পড়ুন : এবাদত হোসেন চৌধুরী
খেলার ফলাফল
শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৭৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে পাকিস্তান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৫ (মোহাম্মদ রিজওয়ান ৭৮*, শান মাসুদ ৩১, বাবর আজম ২২, ইফতিখার আহমেদ ১৩; তাসকিন আহমেদ ২/২৫, মেহেদী হাসান মিরাজ ১/১২, নাসুম আহমেদ ১/২২, হাসান মাহমুদ ১/৪২)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (ইয়াসির আলী ৪২*, লিটন দাস ৩৫, আফিফ হোসেন ২৫, সাব্বির রহমান ১৪, মেহেদী হাসান মিরাজ ১০; মোহাম্মদ ওয়াসিম ৩/২৪, মোহাম্মদ নওয়াজ ২/২৫)।
ফল : পাকিস্তান ২১ রানে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ রিজওয়ান।
ইউটিউবে দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে`
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা