নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৮, ৯ অক্টোবর ২০২২
নিউজিল্যান্ডের কাছে সাকিববাহিনীর ৮ উইকেটে হার
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Newzealand-vs-Bangladesh_Eye-News-2210091948.jpg)
সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছেও। এ হার ৮ উইকেটে।
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশ দলের। ব্যাটিং বিপর্যয়ের পরে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর বল হাতেও কিছুই করতে পারেনি সাকিব বাহিনী। ১৩ বল আর ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীর শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। তবে অ্যালেন ১৮ বলে ১৬ রান করে ফেরার পর কেন উইলিয়ামসনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর উইলিয়ামসন ফিরলেও কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে দুই কিউই ওপেনার। তবে চতুর্থ ওভারের শেষ বলটি শরিফুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে মোসাদ্দেক হোসেনের তালুবন্দি হন ফিন অ্যালেন। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৮ বলে ১৬ রান করে ফেরেন তিনি।
তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় কিউইরা। ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৮৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন কেন উইলিয়ামসন। ১৫তম ওভারের শেষ বলে হাসান মাহমুদের বলে মিড অনে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলয়ামসন। তবে তার আগেই দলকে জয়ের পথে রেখেই ফেরেন তিনি। আউট হওয়ার আগে ২৯ বলে একটি চারে ৩০ রান করেন কিউই অধিনায়ক।
এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিউইদের। তৃতীয় উইকেটে ব্যাট হাতে নামেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে নেমে মাত্র ৯ বলে দুটি করে চার ও ছয়ে ঝড়ো ২৩ রান করেন ফিলিপস। অন্যদিকে ৫১ বলে ৭০ রান করে অপরাজিত থেকেই দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ডেভন কনওয়ে। ইনিংসের ১৭.৫ ওভারে ছক্কা হাঁকিয়ে কিউইদের ৮ উইকেটের বিশাল জয় এনে দেন গ্লেন ফিলিপস।
এর আগে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দল
১৩৭/৮ (শান্ত ৩৩, সোহান ২৫*, আফিফ ২৪, সাকিব ১৬; ব্রেসওয়েল ২/১৪, বোল্ট ২/২৫, সোধি ২/৩১, সাউদি ২/৩৪)
নিউজিল্যান্ড দল
১৪২/২ (কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; হাসান ১/২৬, শরিফুল ১/৩৯)
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা