নিজস্ব প্রতিবেদক
কিউইদের বিপক্ষে একাই লড়েছেন সাকিব, হেরেছে দল
![সাকিব আল হাসানের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৪ বলে ৭৭ রান সাকিব আল হাসানের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৪ বলে ৭৭ রান](https://www.eyenews.news/media/imgAll/2021April/bangladesh-newziland-cricket-match-score-update-2022-octobor-eyenews-2210121206.jpg)
সাকিব আল হাসানের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৪ বলে ৭৭ রান
প্রায় এগার মাস পরে জাতীয় দলে ফিরেছেন এক সময়ে দারুণ ওপেনার সৌম্য সরকার। দলে ছিলেন আফিফ-সোহান-ইয়াসির আলীরাও। তবু কারো ব্যাট হাসলো না প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি ব্যাটাররা তার কিছুই করতে সক্ষম হন নি। ব্যাট হাতে দলের অধিকর্তা হয়ে কিউইদের বিপক্ষে একাই লড়েছেন দলনেতা সাকিব আল হাসান।
পিচের একপ্রান্তে যখন একের পর এক আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত অন্যান্যরা তখন অন্যপ্রান্ত একাই আগলে রেখে যুদ্ধ চালিয়ে গেছেন সাকিব। তবু বড় ধরনের হার বরণ করে নিতে হয়েছে বাংলাদেশকে।
ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে টস জিতেছিলো বাংলাদেশ। তবে দলনেতা সাকিব বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালায় কিউই ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের নাস্তানাবুদ অবস্থা ছিল এই ম্যাচে। ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২০৯ রানের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান।
দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৪৪ বলে ৭৭ রানের এক ঝলমলে ইনিংস দিয়ে ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত ম্যাচটিকে। অন্যান্যদের মধ্যে কেবল লিটন দাশ ও সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ২৩ করে রান। ফলশ্রুতিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৪৮ রানে হেরেছে।
আশা দেখিয়েও পারেন নি লিটন-সৌম্য
বাংলাদেশের হয়ে লিটনের সাথে ওপেনিং-এ নাজমুল হোসেন শান্ত নামলেও। মাত্র ১১ রান করে এডাম মিলেনের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শান্ত। এরপরেই মাঠে নামেন সৌম্য সরকার। কিন্তু প্রায় এগার মাস পরে দলে ফেরা সৌম্যের ব্যাট থেকেও এসেছে ২৩ রানের ছোট ইনিংস।
তিন চার এক ছয় মেরে বাংলাদেশি ভক্তদের কিছুটা আশাই যেন দেখিয়েছিলেন লিটন কুমার দাস। ১৪৩.৭৫ রান রেটে ব্যাটিং করা লিটনের ব্যাটও থামে ২৩ রান করে। ব্রেসওয়েলের বোলে মার্টিন গাপটিলের হাতে কট দিয়ে দেখানো আশার বুকে ছাই দেন লিটন দাশ।
সাকিবের একা লড়াই
লিটন-সৌম্য-শান্ত ফেরার পর চার নম্বরে ব্যাট করতে নামেন দলনেতা সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিল একমাত্র সাকিবের ব্যাটই। এক পাশে যখন একের পর এক উইকেট হারাচ্ছিলো বাংলাদেশ অন্য পাশে তখন দৃঢ়চেতা সাকিবের ব্যাট আগলে রেখেছে উইকেট।
৪৪ বলে ৭০ রানের এক ঝলমলে ইনিংস খেলে বাংলাদেশকে বড় ধরনের হারের মুখ থেকে বাঁচিয়েছেন সাকিব আল হাসান। চাপে থাকার মুহূর্তে ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান চাহিদা মেটাতে পারলেন না। ৪ বলে ৬ রান করা ব্যাটার মিলনের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে চলে গেছেন। তার বিদায়ের পরপরই ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন সাকিব আল হাসান।
কনওয়ে-ফিলিপসের তাণ্ডবে নিউজিল্যান্ড হাঁকাল ২০৮ রান
শুরু থেকে তিনটি বিস্ফোরক জুটিতে অবদান রাখলেন ডেভন কনওয়ে। তার ফেরার পর তাণ্ডব চালিয়ে কিউইদের স্কোর দুইশো ছাড়ালেন গ্লেন ফিলিপস। তাতে ত্রিদেশীয় সিরিজে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
অ্যালেনের সঙ্গে ৪৫, গাপটিলের সঙ্গে ৮২ ও ফিলিপসের সঙ্গে ৩৪ রানের জুটিতে শুরুতে বড় স্কোরের ভিত রচনা করতে অবদান ছিল কনওয়ের। এই ব্যাটার ৪০ বলে ৬৪ রান করেছেন। শেষ দিকে ফিলিপস চাহিদা মেটানো ব্যাটিংয়ে বিধ্বংসী ছিলেন সবচেয়ে বেশি। মাত্র ২৪ বলে ৬০ রান করে স্কোরটাকে পাহাড়সম বানিয়েছেন। তার স্ট্রাইক রেটই ছিল ২৫০!
১৭তম ওভারে সাইফউদ্দিন কনওয়ে-চ্যাপম্যানকে ফেরালেও কিউই এই ব্যাটারকে আটকানোর উপায় জানা ছিল না কারোও। শেষ ওভারে ফিলিপসকে এবাদত বোল্ড করলেও ততক্ষণে স্কোর দুইশো ছাড়িয়েছে। তার ইনিংসে ছিল দুটি চার ও ৫টি ছয়! কিউই ব্যাটারের ফেরার পর নিউজিল্যান্ড ৫ উইকেটে করেছে ২০৮ রান।
৩৭ রানে দুটি উইকেট নেন সাইফউদ্দিন। ৪০ রানে দুটি নেন এবাদত হোসেনও। ৪১ রানে একটি নিয়েছেন শরিফুল।
নিউজিল্যান্ডের আজকের একাদশ
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। টিম সাউদিকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব। কিউই একাদশে পরিবর্তন তিনটি। ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে। নেই কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা