নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪১, ২ নভেম্বর ২০২২
সামিকে ছক্কা মেরে ৫০ করলেন লিটন দাস
![লিটন দাস। ফাইল ছবি লিটন দাস। ফাইল ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/বাংলাদেশ-বনাম-ভারত-লিটন-দাস-ফিফটি-টি-টোয়েন্টি-বিশ্বকাপ-eyenews2-2211021632.jpg)
লিটন দাস। ফাইল ছবি
ছয় নম্বর ওভারে বল করতে আসা সামিকে দ্বিতীয় বলেই দারুণ এক ছক্কা মেরে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ অর্ধ শতক পূর্ণ করেছেন লিটন কুমার দাস।
মাত্র ২৪ বলে লিটন ৫০ রান করে ভারতের বিপক্ষে এখনো ধরে রেখেছেন ম্যাচকে। আজকের ম্যাচে সর্বশেষ দেখা স্কোর অনুযায়ী লিটন ব্যাটিং করেছেন দারুণ স্ট্রাইক রেটে (২২৬.৯২)।
অপরপ্রান্তে আছেন নাজমুল হোসেন শান্ত। যদিও নাজমুল হোসেন শান্ত ১৪ বল খেলে করেছেন মাত্র ৫ রান।
বাংলাদেশকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে শক্তিশালী দল ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে বাংলাদেশকে ডিঙাতে হবে ১৮৪ রান। এই রান শক্তিশালী ভারতের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ভারতের সংগ্রহ ১৮৪ রান
এর আগে ওপেনার রাহুল ৫০ রান এবং বিরাট কোহলির ৬৪ রানের বদৌলতে ১৮৪ রানের বড় সংগ্রহ করে ভারত। বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতা ভারতের রানের চাকা কিছুটা ধীরগতিতে থাকলেও খেলার শেষ দিকে দ্রুত রান তোলেন অশ্বিন এবং কোহলি।
রোহিত শর্মাকে ফেরালেন হাসান
খেলার যখন মাত্র তিন ওভার তখনই একটুর জন্য উইকেটের শিকার থেকে বেঁছে গেছেন ব্যাটার রোহিত শর্মা। তৃতীয় ওভারে এসে তাসকিন আহমেদের করা এক বলে বাউন্ডারি হাঁকান এই ভারতীয় ওপেনার। কিন্তু তা গিয়ে ধরা দেয় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা হাসান মাহমুদের হাতে। কিন্তু হাসান মাহমুদ ক্যাচ ছেড়ে দেয়ায় বেঁচে যান রোহিত শর্মা।
যদিও চতুর্থ ওভারে সেই হাসান মাহমুদের করা বলেই ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। হাসানের হাতের ক্যাচ ফসকে গেলেও বোলিং তোপ থেকে রেহাই পান নি রোহিত।
ভারতের বিপক্ষে প্রথম ওভারে কিপটে তাসকিন
ম্যাচের প্রথম ওভারটা তাসকিন আহমেদ বেশ ভালোভাবেই শেষ করেছেন বলা যায়। তাসকিনের ছয় বল খেলে ওপেনার রাহুল-রোহিত শর্মা সংগ্রহ করেছেন মাত্র ১ রান। তাসকিনের ৫টি বল খুব দেখেশুনে খেলেছেন রোহিত।
টস জিতল বাংলাদেশ
ভারতের বিপক্ষে আজ এডেলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ে নামছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটাই হয়েছে টস জিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজকের ম্যাচে শক্তিশালী ভারত প্রতিপক্ষ হওয়ায় ম্যাচ নিয়ে আগ্রহটা একটু বেশিই থাকবে। তাছাড়া আজকের ম্যাচটি বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ কারণ কোনোভাবে আজকের ম্যাচটি জিতে গেলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ। তাই সাকিবদের লক্ষ্য থাকবে জয় ছিনিয়ে আনা।
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি আসরে আজকের ম্যাচে নামার আগে অবশ্য টাইগার অধিনায়ক সাকিব বলেছেন- আমরা বিশ্বকাপ জেতার জন্য আসিনি ভারত বিশ্বকাপ জেতার জন্য এসেছে। কালকের (আজকের) ম্যাচে আমরা জিতলে তা হবে অঘটন।
কারণ হিসেবে সাকিব বলেছেন- বিশ্বকাপের আসরে ভারত ফেভারিট দল। তাই আমরা জিতলে সেটা হবে আপসেট। যদিও সাকিবের এমন বক্তব্যের সঙ্গেসঙ্গে একমত নয় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট মানতে নারাজ দ্রাবিড়।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা