স্পোর্টস ডেস্ক, আইনিউজ
ছড়ি ঘুরিয়েও পোল্যান্ডের কাছে সৌদির হার
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/World-Cup-Football-2022-Poland-Football-Team-Soudi-Arab--Football-Team-Eye-News-2211262246.jpg)
খেলায় একের পর এক আক্রমণ। তবুও হেরে গেলো সৌদি আরব। দুর্দান্ত খেলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো। পেনাল্টি মিসের খেসারত দিতে হলো সৌদি আরবকে।
পুরোটা ম্যাচে পোলিশদের ওপর ছড়ি ঘুরিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হারে সৌদি আরব। পোল্যান্ডের হয়ে পিটর জেলেনস্কি আর রবার্ট লেভান্ডোফস্কি একটি করে গোল করেন। সৌদির হয়ে সালেম আল দাওসারি পেনাল্টি নেন আর সেই পেনল্টি রুখে পোল্যান্ডের জয়ের নায়ক ওজচেখ সেজনি।
গোটা ম্যাচে বল দখলের লড়াইয়ে পোল্যান্ডকে পাত্তায় দেয়নি সৌদি আরব। গোলের সুযোগ তৈরি বা লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে সব দিকদিয়েই এগিয়ে ছিল সৌদি আরব। তবে এক পেনাল্টি মিসের খেসারত হেরেই দিতে হয়েছে সৌদিদের। গোটা ম্যাচের ৬৪ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় সৌদি। যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৩৬ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় পোল্যান্ড যার মধ্যে তিনটি রাখতে পারে লক্ষ্যে।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে সৌদি আরব। তবে পোল্যান্ডের রক্ষণভাগের আর গোলরক্ষক সেজনির দৃঢ়তায় গোল পায়নি সৌদি। আক্রমণ রুখে দিয়ে বারবার প্রতি আক্রমণে উঠছিল পোল্যান্ড। গোলও পেয়ে যায় ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এসে। ৪০তম মিনিটে রবার্ট লেভান্ডফস্কির কাছ থেকে পাওয়া পাস দারুণভাবে জালে জড়ান পিটর জেলেনস্কি। আর তাতেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পোল্যান্ড।
তবে বিরতিতে যাওয়ার মিনিট খানেক আগে ম্যাচে ফেরার সহজ সুযোগ পায় সৌদি। ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় সৌদি। তবে সালেম আল দাওসারির নেওয়া পেনাল্টি শট প্রথমে রুখে দেন সেজনি। ফিরতি বল পেয়ে দারুণ শট নেন আল ব্রেইক। তবে সেই শটও রুখে সৌদিকে সমতায় ফিরতে দেননি সেজনি।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার লড়াই চালিয়ে যায় সৌদি আরব। তবে একের পর এক আক্রমণ রুখে দেয় পোলিশ রক্ষণভাগ।
ম্যাচের তখন ৮২তম মিনিটের খেলা চলছিল সৌদি মিডফিল্ডার আল মালিকি বল হারান। আর সেখান থেকে বল পেয়ে দৌড় বল ধরে ডি বক্সে ঢুকে সৌদি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান লেভান্ডোফস্কি। আর তাতেই পোল্যান্ড পেয়ে যায় ম্যাচের দ্বিতীয় গোল। আর লেভান্ডোফস্কি পেয়ে যান বিশ্বকাপে নিজের প্রথম গোল। গোলের পর উদযাপন করতে গিয়ে কেঁদে ফেলেন এই স্ট্রাইকার।
ক্যারিয়ারে প্রায় ৬০০ গোল করেছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে। এই নিয়ে খেলতে এসেছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ কিন্তু সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে নামের পাশে ছিল না বিশ্বকাপ গোল। সুযোগ এসেছিল মেক্সিকোর বিপক্ষে নামের পাশে প্রথম বিশ্বকাপ গোল তোলার। মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি পেয়েও তা গোলে পরিণত করতে ব্যর্থ লেভান্ডোফস্কি। তবে এবার অপেক্ষার অবসান ঘটেছে তার, সৌদি আরবের বিপক্ষে পেয়ে গেছেন বিশ্বকাপে নিজের প্রথম গোল। আর গোলের পরেই কান্নায় ভেঙে পড়েন এই স্ট্রাইকার।
রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যান রবার্ট লেভান্ডোফস্কি। তবে সেবার তিন ম্যাচ খেললেও সেবার পাননি গোলের দেখা। এরপর কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে অপেক্ষা বাড়ে পোলিশ এই স্ট্রাইকারের। তবে অপেক্ষা আর বেশি বাড়তে দেননি লেভা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেয়ে গেলেন কাঙ্খিত সেই গোল।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা