হেলাল আহমেদ
যে কেউ ভালো খেলে জিততে পারে : মেসি
![অনুশীলনে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত অনুশীলনে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/argentina-win-against-polaska-qatar-worldcup-eyenews11-2212011113.jpg)
অনুশীলনে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত
পোলিশদের বিপক্ষে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়ে ২ গোলের জয় তোলে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ঝুলে থাকা আর্জেন্টিনা গ্রুপ সেরা হয়েই নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। ম্যাচের নায়ক হতে না পারলেও এই ম্যাচেরও মূল চালিকাশক্তি ছিলেন মেসি। নক আউট পর্বে প্রতিপক্ষ নিয়ে মেসি বললেন, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।
পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি আজ রাতে ম্যাচের পর এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।
ভক্তদের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন মেসি। মেসি বলেন, ভক্তদের সেই একই কথা বলছি, যেটা আমরা হার দিয়ে শুরুর পর বলেছিলাম। আমরা শান্তই আছি। দল এভাবেই খেলবে এবং আশাকরি আজকের (কাল রাত) খেলাটা ধরে রাখতে পারব।
এর আগে আজ (১ ডিসেম্বর) রাত ১টায় কাতারে স্টেডিয়ামে ৯৭৪-এ আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের হাই ভোল্টেজ খেলাটি শুরু হয়। খেলার শুরু থেকে গোটা সময় জুড়েই মাঠে রাজত্ব করেছে মেনিলা-আলভারেজ-লিওরা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে দিয়েছিল পোল্যান্ডকে। এর বিপরীতে ম্যাচে দারুণ সব বল ঠেকিয়ে দলকে অনেকক্ষণ আগলে রেখেছিলেন পোলিশ গোল কিপার টমাস সেজেসনি।
খেলার ৩৬ মিনিটেই একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা। শট নিতে আসেন লিওনেল মেসি। দারুণ এক শটও নেন গোল বারের দিকে। কিন্তু সেজেসনি বিস্ময়করভাবে পেনাল্টি ঠেকিয়ে দেন। মেসির চোখেমুখে নেমে আসে হতাশা। কিন্তু দমে যায়নি আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা। মেসিকে নিয়েই খেলার বাকি ভাগে একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলেন পোলিশদের রক্ষণভাগ।
প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ করে দ্বিতীয়ার্ধের প্রথম ভাগেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটেই মেনালির দেয়া পাসকে কাজে লাগিয়ে বল পোল্যান্ডের জালে জড়ান ম্যাক এলেস্টার। এই গোলে ১ গোলের লিড পেয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে আরেকবার জয় উদযাপনের সুযোগ পান আর্জেন্টিনার ভক্তরা।
দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ৬৭ মিনিটেই দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার নতুন ম্যাজিক তারকা খ্যাত আলভারেজ। পাওয়ারফুল শটের জন্য নজরকাড়া এই আর্জেন্টিনার এই খেলোয়াড় গোলটি করেন পাওয়ারফুল এক শট দিয়ে। ফলে দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপরও খেলার শেষপর্যন্ত একেরপর এক আক্রমণে পোলিশদের হয়রান করে তোলে আর্জেন্টিনা। বিপরীতে আর্জেন্টিনার গোলপোস্টে একটি শটও নিতে পারেনি লেভেনডস্কির পোল্যান্ড। যেই ডস্কিকে নিয়ে চিন্তা ছিলো আর্জেন্টিনার রক্ষণভাগের সেই ডস্কির পায়ে বল গিয়েছে কালেভদ্রে।
ফিফার পরিসংখ্যান ম্যাচের ৭৬ ভাগ সময় বল ছিলো আর্জেন্টিনার পায়েই। মাত্র ২৬ ভাগ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছে পোল্যান্ড। এই সময়ে একটি ফলসূচক আক্রমণ করতে পারেনি তারা। বরং, খেলার পুরো সময় কেটেছে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা